শারীরিক অসুস্থতা নিয়ে চরম অর্থকষ্টে রয়েছেন ছোটপর্দার স্বনামধন্য অভিনেত্রী

0
224

অর্পিতা দাস: একদিকে শরীরে বাসা বেঁধেছে নানান রোগ, অন্যদিকে চরম অর্থাভাব- সব মিলিয়ে বেশ কিছুদিন ধরেই খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন বলিউডের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শগুফতা আলী।

‘সঞ্জীবনী’, ‘শশুরাল সিমার কা’, ‘মধুবালা’, ‘বেপানহা’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শগুফতা আলী, পাশাপাশি বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন তিনি। তবে একসময়ের এই স্বনামধন্য অভিনেত্রী বর্তমানে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন।

জানা গেছে বেশ কিছুদিন ধরে কাজ না থাকায় চরম অর্থকষ্টে ভুগছেন এই অভিনেত্রী। অর্থাভাব এর পাশাপাশি রয়েছে শারীরিক অসুস্থতা। অত্যন্ত অসুস্থ থাকার কারণে এখন অভিনয় করতে পারছেন না তিনি, সবচেয়ে বড় কথা ধীরে ধীরে দৃষ্টি হারাচ্ছেন এই অভিনেত্রী। ১৭ বছর বয়স থেকে বলিউডে কাজ করতে শুরু করেন মিঠি, বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা ভালোবেসে তাকে এই নামে ডাকেন।

৩৬ বছরের অভিনয় জগতে এমন খারাপ সময় আগে কখনো দেখেননি শগুফতা। এক বিশেষ সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, ৫৪ বছরের জীবনে এই ৪ বছর তাঁর জীবনের সবচেয়ে খারাপ সময়। শগুফতা আলীর এই পরিস্থিতির কথা জানার পরই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন।

- Advertisement -