কোথায় হারিয়ে গেলেন সোহিনী সরকার, মুহূর্তে ভাইরাল ভিডিও

0
199

বিনোদন ডেস্ক: করোনার মারণ ভাইরাস মানুষকে বেশ কিছুদিন গৃহবন্দী করে রেখেছিল। ভ্রমণপিপাসুরা বদ্ধ ঘরে আটকে থেকে হাঁপিয়ে উঠেছিলেন। একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে সবারই মন একটু ঘুরতে যেতে মন চাইছিল। একটু মুক্ত অক্সিজেনের উদ্দেশ্যে প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন অভিনেত্রী সোহিনী সরকার।

- Advertisement -

সবুজ পাহাড়, নীল আকাশ, খরস্রোতা নদী সব মিলিয়ে প্রকৃতির খুব কাছাকাছি। এরই মাঝে টিলায় বসে নদীর জলে পা ডুবিয়ে চেটেপুটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন অভিনেত্রী সোহিনী সরকার। ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছেন সোহিনী। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘খো গ্যয় হাম কাহা’।

অভিনেত্রী কোথায় গেছেন সে ব্যাপারে কিছু জানা যায়নি। ছবি দেখে বোঝা যাচ্ছে কোন পাহাড়ি এলাকায় ঘুরতে গেছেন তিনি। সোহিনীর ছবি তুলে দিয়েছেন তাঁর বিশেষ বন্ধু রণজয়। সে কথাও জানাতে ভোলেননি তিনি।

একঘেয়ে জীবন থেকে কিছুটা বদল আনতে প্রকৃতির খুব কাছে আশ্রয় নিয়েছেন সোহিনী। সোহিনীর ছবি, ভিডিও পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। তাঁকে ভালোবাসায় ভরিয়ে দেন অনুরাগীরা।