মাসান ঠাকুর: বাংলার এক লৌকিক দেবতা

0
344

বিশ্বদীপ ব্যানার্জি: ৩৩ কোটি দেবতার কথা উল্লেখ আছে হিন্দু শাস্ত্রে। দু-একজন বাদে কতজনের নাম জানা আছে আমাদের? আচ্ছা, এ তো গেল শাস্ত্রের কথা। শাস্ত্রের বাইরেও আরও একাধিক দেবদেবী রয়েছে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

এঁদের বলা হয়, লৌকিক বা আঞ্চলিক দেবদেবী। বিভিন্ন স্থানের বিভিন্ন লোককথায় এঁদের জন্ম। এমনই একজন হলেন উত্তরবঙ্গের লৌকিক দেবতা মাসান ঠাকুর। কে তিনি? সে এক চমকপ্রদ বৃত্তান্ত বটে।

এক নয়, কার্যত দুটি বৃত্তান্ত রয়েছে মাসান ঠাকুরের পরিচয় সম্পর্কে। একটি মত অনুযায়ী, দেবী কালী এবং ধর্মরাজের সন্তান এই মাসান ঠাকুর। শুনতে অবাক লাগছে? কালী এবং ধর্মরাজ? হ্যাঁ, ঠিক তাই। লোকশ্রুতি অনুযায়ী, একবার একাকী স্নানরতা দেবী কালীকে দেখে কামাসক্ত হয়ে পড়েন ধর্মরাজ। তিনি দেবীর সন্মুখে এসে উপস্থিত হন। এরপর দু’জনের মিলনে জন্ম নেন মাসান।

এ তো গেল একটি মত। অন্য মতে, একবার দেবী কালী নাচ করতে করতে ঘেমে নেয়ে গিয়েছিলেন। এইসময় ঘামের একেকটি ফোঁটা থেকে জন্ম নেন একেকজন মাসান ঠাকুর। অর্থাৎ, একটা বিষয় স্পষ্ট। মাসান ঠাকুরের মা হলেন দেবী কালী। যদিও মাসানকে দেখলে আবার কালীর স্বামী শিবের কথাই মনে হয়।

আরও পড়ুন: রাত পোহালেই অক্ষয় তৃতীয়া, জেনে নিন তিথিটির পৌরাণিক তাৎপর্য

বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রূপে পূজিত হন মাসান ঠাকুর। তবে প্রায় সর্বত্রই তাঁর রূপ ভয়ঙ্কর। দেখেশুনে মনে হয় যেন তিনি ভোলা মহেশ্বরেরই একটি বিশেষ রূপ। কেবল শিবের সঙ্গে থাকে নন্দী অর্থাৎ ষাঁড়। আর মাসানের সঙ্গে থাকে শূকর।