Khelo India Games : দ্যুতিকে হারিয়ে স্বর্ণপদক জয় এই তরুণীর

0
41
Khelo India Games 19-year-old Priya won gold by defeating veteran Dutee Chand in 200 meters race

স্পোর্টস ডেস্ক: কান্তেরভা স্টেডিয়ামে ‘খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস’-এ (Khelo India Games) ৪০০ মিটার দৌড়ে জয় পেয়েছিলেন তরুণী প্রিয়া মোহন। এর একদিন পরে সোমবার অভিজ্ঞ দ্যুতি চাঁদকে ২০০ মিটার দৌড়ে পরাজিত করে সোনার পদক জিতে নিয়েছেন তিনি। এশিয়ান গেমস (২০১৮) রৌপ্য পদক বিজয়ী দ্যুতি দৌড়ে প্রথম ১০০ মিটারে এগিয়ে ছিলেন। কিন্তু দ্যুতিকে পিছনে ফেলে দিয়েছেন ১৯ বছর বয়সী প্রিয়া।

তারপর ২৩.৯০ সেকেন্ড সময় নিয়ে দৌড়ের শীর্ষে পৌঁছেছিলেন। দ্যুতি ২৪.০২ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য এবং রাঁচি বিশ্ববিদ্যালয়ের ফ্লোরেন্স বার্লা ২৪.১৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। জয় সত্ত্বেও প্রিয়া অসন্তুষ্ট ছিল যে বৃষ্টি তার ব্যক্তিগত সেরা পারফর্ম করার পরিকল্পনাকে ভেস্তে দিয়েছে।

- Advertisement -

আরও পড়ুন: মীরাবাঈ চানুর রেকর্ড ভাঙলেন ১৮ বছর বয়সী হর্ষদা

প্রিয়া মোহন এই খেলো ইন্ডিয়া গেমসের (Khelo India Games) হোস্ট জৈন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছিলেন। তিনি বলেন, “আমি এর জন্য সত্যিই কঠোর প্রস্তুতি নিয়েছিলাম। দারুণ ছন্দে ছিলাম। আবহাওয়া আমার পরিকল্পনা বানচাল করে দিচ্ছিল।”