৬ ঘণ্টার কাজ, মাসে বেতন ৪ লক্ষ, তবুও কর্মীর অভাবে ক্ষতির আশঙ্কায় দেশের সরকার

0
100

খাস ডেস্ক: দিনে মাত্র কয়েক ঘণ্টার কাজ, তাতেই মাসে বেতন পাওয়া যাবে কয়েক লক্ষ টাকা। তবুও কাজের জন্য পর্যাপ্ত কর্মীর অভাব। ক্ষতির মুখে পড়েছে ব্যবসাও। বাধ্য হয়ে কর্মীদের কাজে যোগদানের জন্য এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে দেশের সরকার। এমন ছবিই দেখা গিয়েছে অস্ট্রেলিয়ায়।

আরও পড়ুন: Govt Jobs: অষ্টম শ্রেণি পাশেই একাধিক শূন্যপদে নিয়োগ, আজই করুন আবেদন

- Advertisement -

অস্ট্রেলিয়ায় কাজ দেওয়া হচ্ছে, গাছ থেকে পাকা লেবু তুলতে হবে। লেবুগুলি মাটিতে পড়লে চলবে না। প্রতিদিন সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত কাজের সময়। এই কাজের জন্যই সরকার প্রতি মাসে বেতন দেবে ৪ হাজার ৪০০ ইউরোর বেশি। ভারতীয় টাকার হিসেবে যা চার লক্ষ টাকারও বেশি। তবুও কোনও কর্মচারীর দেখা নেই। প্রতিদিনই নষ্ট হচ্ছে প্রচুর লেবু। এরফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে লেবুচাষের সঙ্গে যুক্ত যাবতীয় ব্যবসায়ীরা।

আরও পড়ুন: হাসপাতালে সদ্যজাত বিক্রির অভিযোগ উঠল মা-এর বিরুদ্ধে, গ্রেফতার ১

অস্ট্রেলিয়ার এক সাংসদ জানিয়েছেন, ‘কর্মীর অভাবে লেবু নষ্ট হচ্ছে, লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে। ভাল লেবু বাজারে পাঠান যাচ্ছে না। পাকা লেবু মাটিতে পড়ে গেলেই শেষ।’ আরও জানা গিয়েছে, দেশের ভিতর কর্মী নেই, করোনার জন্য ভিন দেশ থেকে কর্মী আসতে পারছে না। তবে শীঘ্রই এই সমস্যার সমাধান বের করার চেষ্টা করছে সরকার।