সাম্প্রদায়িক উসকানি দিয়ে গ্রেফতার রাজ্যের শাসকদলের সাংসদ

নিজের দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন আগেই। এবার বিভিন্ন গোষ্ঠীর মাঝে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগে শাসকদলের সাংসদকে

0
334

খাস খুর ডেস্ক: নিজের দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন আগেই। এবার বিভিন্ন গোষ্ঠীর মাঝে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগে শাসকদলের সাংসদকে। শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করে সিআইডি।

আরও পড়ুন- করোনাকে ফুৎকারে উড়িয়ে সেরে উঠলেন একই পরিবারের ২৬ জন

- Advertisement -

ঘটনাটি দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশের। ওই রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে ওয়াই এসআর কংগ্রেস পার্টি। মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি পরিচালিত রাজনৈতিক দলের সাংসদকেই গ্রেফতার করেছে সিআইডি। আলোচিত ওই সাংসদের নাম হল রঘু রাম কৃষ্ণম রাজু।

আরও পড়ুন- দেশজুড়ে ইলেকট্রিক যানের চার্জিং পয়েন্ট বসানো শুরু করছে কেন্দ্র

অভিযোগ উঠেছে যে দলের সঙ্গে মতের মিল হচ্ছিল না ওই সাংসদের। তারপরেই তিনি সরাসরি রাজ্য সরকারের সমালোচনা করতে শুরু করেন। সেই থেকেই তাঁর বক্তব্যে ক্রমেই উঠে আসে জাতি বিদ্বেষ। রাজ্য সরকারের সমালোচনা করতে গিয়ে বিভিন্ন গোষ্ঠীর মানুষের মাঝে সাম্প্রদায়িক উসকানিমূলক কথা বলেছেন নারসাপুরমের সাংসদ।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে জিতে প্রথমবারের জন্য সাংসদ হয়েছেন এই রঘু রাম। শুক্রবার রাতের দিকে হায়দরাবাদ শহরে অবস্থির তাঁর নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় সাংসদ রঘু রাম কৃষ্ণম রাজুকে। তারপরে ওই রাতেই তাঁকে গুন্টুর এলাকায় অবস্থিত অন্ধ্রপ্রদেশের সিআইডি দফতরে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন- করোনায় অনাথ হওয়া শিশুদের মাসিক ৫০০০টাকা ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওই রাজ্যের সিআইডি-র পক্ষ থেকে বলা হয়েছে যে সাংসদ রঘু রাম কৃষ্ণম রাজু অত্যন্ত সুকৌশলে পরিকল্পিত উপায়ে তাঁর বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক উসকানি দিয়েছেন। প্রাথমিক তদন্তে এমনই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে সিআইডি। সেই সঙ্গে সিআইডি আধিকারিকেরা আরও জানিয়েছেন যে নারসাপুরমের সাংসদ সরকারের বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অত্যন্ত কুরুচিকর ভাষায় বক্তব্য রেখেছেন। যাতে সরকারের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যায়।