বাবা-মার ঝগড়ায় লজ্জা, চরম সিদ্ধান্ত যুবকের

0
34
Murder

তামিলনাড়ু: প্রায়ই বাবা-মার মধ্যে ঝগড়া হত৷ রোজকার সেই ঘটনা আর সহ্য করতে পারছিল না ছেলে৷ অবশেষে চরম সিদ্ধান্ত নিলেন তিনি৷ মা-বাবার সামনে নিজেকে শেষ করল ছেলে৷ ঘটনায় নেমে এল শোকের ছায়া৷ ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কুন্দ্রথুরের উচ্চগ্রামে৷ তদন্তে পুলিশ৷

জানা যায়, ওুবকের বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হত৷ অভিযোগ, বাবা মদ্যপ পান করে এসে মা-র উপর অত্যাচার চালাত৷ এমনকি তেমনভাবে কোনো কাজও করতেন না বাবা৷ তাঁদের ঝামেলা উপভোগ করত স্থানীয়রা৷ আর এই কারণে তাদের সামনে লজ্জায় পড়তে হত ১৯ বছরের যুবককে৷

- Advertisement -

অবশেষ আর সহ্য করতে না পেরে বাবা-মায়ের সামনেই নিজের বুকে ছুরি বসিয়ে দেয় ওই যুবক৷ বাবা-মায়ের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ ওই যুবকের নাম বালাকৃষ্ণণ। বাড়ি ছিল কুন্দ্রথুরের মণিকন্দন নগরে। এক বেসরকারি কলেজের বি কম কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফের বাবা-মার সঙ্গে বচসা বাধে৷ সেই সময় বাড়িতেই ছিলেন ওই যুবক৷ তিনি বাবা-মাকে থামাতে যান৷ কিন্তু তাঁরা কোনোভাবেই ছেলের কথা শোনার মতো অবস্থায় ছিলনে না৷ তার মধ্যে বচসার ঘটনায় বালাকৃষ্ণণের বাড়ির সামনে প্রতিবেশীরাও জড়ো হয়েছিলেন৷

বারবার তাঁর বাবা-মায়ের ঝগড়া থামানোর চেষ্টা করেছিলেন ওই যুবক৷ কিন্তু তাঁর কথায় কেউ কর্ণপাত করেননি৷ উল্টে ওই যুবকের বাবা রাগের মাথায় রান্নাঘরে গিয়ে একটি ছুরি নিয়ে এসে নিজের জীবন শেষ করে দেওয়ার হুমকি দেন স্ত্রীকে৷ সেই সময় ছেলে বালাকৃষ্ণাণ তাঁর বাবার হাত থেকে ছুরিটি কেড়ে নিয়েছিলেন তিনি৷

এরপরই বাবা-মাকে তিনি বলেছিলেন, “এই অপমান আমি আর সহ্য করতে পারছি না।” তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই নিজের বুকে ছুরি দিয়ে আঘাত করেন যুবক৷ বাবা-মায়ের সামনেই মারা যান তিনি৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুন্দ্রথুর থানার পুলিশ৷ তাঁকে উদ্ধার করে ক্রোমপেট সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷