লকডাউনে মানুষের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা যোগী সরকারের

0
185

লখনউ: করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সারা দেশে ইতিমধ্যে জারি করা হয়েছে ২১ দিনের লকডাউন। মঙ্গলবার সন্ধ্যে বেলা এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেই সিদ্ধান্তের কথা মাথায় রেখে উত্তরপ্রদেশের মানুষের উদ্দেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়ছেন, কাউকে বাড়ি থেকে বেরোতে হবে না। অত্যাবশ্যকীয় পণ্য সকলের বাড়ি পৌঁছে দেবে সরকার।

- Advertisement -

যোগী আদিত্যনাথ জানিয়েছেন, দুধ, ওষুধ, ফলের মতো অত্যাবশ্যকীয় পণ্য পর্যাপ্ত পরিমাণ মজুত রয়েছে। সুতরাং, আতঙ্কিত হয়ে বাইরে হুড়োহুড়ি করে কোনও জিনিস কিনতে যাওয়ার দরকার নেই। সরকার সমস্ত জিনিস বাড়িতে গিয়ে পৌঁছে দেবে।

তিনি আরও জানিয়েছেন, আগামী ২১দিন সমাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তার জন্য সরকার যা পদক্ষেপ নেওয়ার নেবে। রাজ্যবাসীর উদ্দেশ্যে যোগী জানিয়েছেন, ১০ হাজার গাড়ির ব্যবস্থা করেছে সরকার। সেই গাড়িগুলি মানুষের বাড়ি পৌঁছে  অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দেবে। তিনি বলেছেন, সামাজিক দূরত্ব বজায় রাখাই এখন একমাত্র কাজ। নাহলে বিপদ আরও বাড়বে।

মঙ্গলবার লকডাউনের বিষয় ঘোষণা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘোষণায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই ২১ দিন বাইরেটা কী জিনিস সেটা ভুলে যান। যাই হয়ে যাক ঘরে থাকুন। জনতা কার্ফুর থেকে এই কার্ফু যে আরও কঠিন তাও উল্লেখ করেন মোদি।

দেশব্যাপী লকডাউন ঘোষণা করার আগেই যোগী সরকার সারা উত্তরপ্রদেশে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছিলেন। এর আগে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন যোগী। এবার তাতে যুক্ত হল অত্যাবশ্যকীয় পণ্য বাড়ি বাড়ি  পৌঁছানোর কথা।

ভারতে এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫১৯। মৃত ১১।