করোনা মোকাবিলায় রাজ্যকে ১০ লক্ষ টাকা করে সাহায্য বাম বিধায়কদের

0
175

কলকাতা: বিভেদ ভুলিয়ে দিয়েছে মারণ ভাইরাস করোনা। রাজনৈতিক বিভেদ ভুলে রাজ্য সরকারের পাশে দাঁড়াল বামফ্রন্ট। রাজ্যের প্রতিটি বাম বিধায়ক নিজেদের নিজেদের উন্নয়ন তহবিল থেকে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছেন।

ইতিমধ্যেই করোনা মোকাবিলায় নবান্নে সর্বদল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে বাম-কংগ্রেসসহ বিজেপির প্রতিনিধিরাও হাজির ছিলেন। করোনা মোকাবিলায় রাজ্যের আর্থিক সংস্থান যে সীমিত তা সকলের সামনেই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

- Advertisement -

এই অবস্থায় রাজ্যের পাশ দাঁড়িয়ে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন আম পরিষদীয় দলনেতা তথা যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তী। মঙ্গলবারেই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সুজনবাবু জানিয়েছেন যে রাজ্যের প্রতিটি বাম বিধায়ক নিজের উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা করে দেবেন করোনা মকাবিলার জন্য।

করোনা ভাইরাসের মোকাবিলায় এই প্রয়াস খুবই ক্ষুদ্র বলে উল্লেখ করেছেন সুজনবাবু। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেছেন, “আপনার জ্ঞাতার্থে এই কথা জানালাম। এ বিষয়ে যদি কোনও পরামর্শ থাকে অবশ্যই জানাবেন।”

সুজন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন, “আমরা বামপন্থী বিধায়কগণ স্থির করেছি যে, আমাদের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে জেলার সংশ্লিষ্ট হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমণকেন্দ্রিক চিকিত্‍সা পরিকাঠামো ও উপকরণের জন্য ন্যূনতম ১০ লক্ষ টাকা বরাদ্দ করবে। আমাদের বিধায়করা যত দ্রুত সম্ভব এই বরাদ্দ বিষয়ে জানিয়ে দেবেন সংশ্লিষ্ট জেলাশাসকদের।”