Haldiram -র প্যাকেটে কেন উর্দু ভাষা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

0
226
What did it look like on Haldiram's packet that became a trend on social media

খাস ডেস্ক: হলদিরাম, এক জনপ্রিয় সংস্থা, মিষ্টি ও জলখাবার তৈরি করে। এই জনপ্রিয় দোকান সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে উঠেছে৷ হলদিরামের প্যাকেটে উর্দুতে লেখা কিছু লাইনের কারণেই বিতর্ক তৈরি হয়েছে। একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে একজন রিপোর্টার হলদিরামের একটি দোকানে পৌঁছেছেন। তিনি স্টোর ম্যানেজারের কাছে অভিযোগ করেছেন যে, প্যাকেটে উর্দুতে কিছু লেখা রয়েছে। তিনি প্রশ্ন করেন, কি লেখা রয়েছে।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং অনেক ব্যবহারকারী এটি টুইটারে শেয়ার করছেন। দেখা যাচ্ছে যে, মহিলা রিপোর্টার হলদিরামের খাবারের প্যাকেটটি তুলে নিয়ে দোকানের ম্যানেজারকে প্রশ্ন করেন যে এটিতে উর্দুতে লেখা কি আছে এবং তিনি ম্যানেজারের উপর রেগে যান। এরপর দোকানের ম্যানেজার বলেন, “আমি কেন এই বিষয়ে মতামত দেব। আপনার প্রশ্ন আমার কাছে নাকি জনসাধারণের কাছে?”

- Advertisement -

আরও পড়ুন: ম্যাক্সওয়েলকে বডি ম্যাসাজ দিচ্ছেন কোহলি, ভাইরাল ভিডিও

বিষয়টি এখানেই থেমে যায়নি, এরপর রিপোর্টার আবার বলেন, “আমি আপনার কাছে জানতে চাই আপনি কী লুকিয়ে রাখছেন এবং কেন প্যাকেটে উর্দুতে লেখা রয়েছে।” এই বিষয়ে দোকানের ম্যানেজার বলেন, “যা-ই করুন না কেন, আমি এ বিষয়ে কিছু বলব না।” ঘটনার পর ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি সামনে আসতেই হলদিরাম সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং চলতে শুরু করে।

আরও পড়ুন: সস্তায় স্বাদে অতুলনীয়, এই জায়গার বিরিয়ানি খেলে ভরবে পেট ও মন দুই-ই

সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই রিপোর্টারের সমর্থন করেছেন। অনেকেই বলছেন, এই ধরণের উর্দু লেখা নবরাত্রির সময় উপবাসকারী হিন্দুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। একই সঙ্গে কিছু লোক আছেন যারা এই গোটা বিষয়টিকে পাত্তা দিচ্ছে না। অনেক ব্যবহারকারী প্যাকেটের উপরে উর্দু লেখাকেও সমর্থন করেছেন। কেউ কেউ পরামর্শ দিয়েছেন প্যাকেটে লেখা লাইনটি আরবি। কারণ এটি মধ্যপ্রাচ্যে রপ্তানি হয়।