বিজেপির সভায় মহিলাদের অশ্লীল নাচ, ভাইরাল সেই ভিডিও

0
36

খাস ডেস্ক: বিজেপির অনুষ্ঠানে(BJP’s Program) মঞ্চে ভিড় জমাতে মহিলা নৃত্যশিল্পীদের অশ্লীল নৃত্য করানো হয়। অনুষ্ঠানের জন্য তৈরি মঞ্চে চলে অশ্লীল নৃত্য। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, যে মঞ্চে বিজেপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন, একই সঙ্গে এক মহিলা নর্তকীও। অশ্লীল নাচও হয়েছে। তবে এই ভিডিওর সত্যতা কী তা দলের পক্ষ থেকে বিবৃতি প্রকাশের পর পরিষ্কার হবে। বিজেপির একটি জন আক্রোশ সভা আয়োজিত হয় ৩ জানুয়ারি। সেখানেই এই ঘটনাটি ঘটে।

খবরের শিরোনামে উঠে এসেছে রাজস্থানের আলওয়ার জেলার খেদলিতে অনুষ্ঠিত বিজেপির জন আক্রোশ মহাসভা(BJP’s Program)। মহিলা নৃত্যশিল্পীর অশ্লীল নাচের বিষয়টি প্রকাশ্যে আসার পরে, এই রাজ্যের বিজেপি নেতৃত্বরা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি সতীশ পুনিয়া আলোয়ার দক্ষিণ বিজেপির জেলা সভাপতি সঞ্জয় নারুকাকে নোটিশ দিয়েছেন। নোটিশে, সতীশ পুনিয়া বলেছেন যে খেদলি শহরের এই পর্বটি জনসাধারণের মাধ্যমে তার নজরে এসেছে। এতে খেদলিতে বিজেপির জন আক্রোশ মহাসভার মঞ্চে এক মহিলাকে নাচতে দেখা যায়। এই কাজ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। এটি একটি গুরুতর শৃঙ্খলাভঙ্গের ঘটনা। এই অনুষ্ঠানের আয়োজক কারা, কার নির্দেশে এই নাচ হয়েছিল? এ বিষয়ে জেলা সভাপতির কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে।

- Advertisement -

খেদলি শহরের বাজাজা বাজারে বিজেপি আয়োজিত জন আক্রোশ মহাসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিল্লির সাংসদ রমেশ বিধুরী এবং বিজেপির রাজ্য সহ সভাপতি মধুরাম চৌধুরী। অনুষ্ঠানের সংগঠক খেদলি বিজেপি মণ্ডলের সভাপতি শিবচরণ অবস্থি বলেন, অনুষ্ঠান শেষ হওয়ার পর তিনি যখন চেয়ারম্যানের একটি প্রোগ্রামে যান তারপরে অশ্লীল নাচ করেছে কেউ, যা ভুল হয়েছে। এটি উচিত না। মহিলা নৃত্যশিল্পীর অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার পরে বিজেপির জেলা সভাপতি সঞ্জয় নারুকা একটি ভিডিও প্রকাশ করে বলেছেন যে খেদলি এবং অন্যান্য জায়গায় বিজেপির জন আক্রোশ সমাবেশে বিপুল ভিড় দেখে কংগ্রেস এই ঘৃণ্য কাজটি করে বিজেপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, অনুষ্ঠান শেষ হওয়ার পর যে অশ্লীল নৃত্য পরিবেশিত হচ্ছে তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। আবার অন্যদিকে, কংগ্রেসের জেলা সভাপতি যোগেশ মিশ্র অভিযোগ করেছেন যে খেদলিতে বিজেপির অনুষ্ঠানে অশ্লীল নাচ হয়েছে। এর ফলে বিজেপির আসল চেহারা সামনে এসেছে। এখানে বিজেপির কৌশল এবং চরিত্র কী তা জানা গিয়েছে।

খাস খবর এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি।