অরুণাচল প্রদেশ ভারতের-ই অংশ, দাবি আমেরিকার, স্বীকৃতি ম্যাকমোহন লাইনকে

0
50

বিশ্বদীপ ব্যানার্জি: ম্যাকমোহন লাইনকে কেন্দ্র করে ক্রমেই উত্তেজনা ছড়াচ্ছে ভারত ও চিনের মধ্যে। আর এরই মধ্যে এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাশে পেল ভারত। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এক দ্বিদলীয় সিনেটের প্রস্তাব অনুসারে ম্যাকমোহন লাইনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি এও জানানো হয়েছে, অরুণাচল প্রদেশকে যুক্তরাষ্ট্র ভারতের অংশ হিসাবেই দেখে।

আরও পড়ুন: এবারে কি তবে সন্মুখ সমর, ধাক্কা দিয়ে মার্কিন ড্রোন ধ্বংস করল রাশিয়ার যুদ্ধবিমান

- Advertisement -

চিন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, অরুণাচল প্রদেশ তাদের অংশ। যা নিয়ে উক্ত অঞ্চলে উত্তেজনা ক্রমেই ছড়াচ্ছে। দীর্ঘ ছয় বছর ধরে বিষয়টি নিয়ে সংঘর্ষে লিপ্ত ভারত ও চিন। এই অবস্থায় ইন্দো-প্যাসিফিক কোয়াডের অন্যতম অংশীদার যুক্তরাষ্ট্রের দাবি যে ভারতকে আলাদা শক্তি জোগাবে, তা বলাই বাহুল্য।

যুক্তরাষ্ট্রের এই দ্বিদলীয় সিনেটের প্রস্তাব চিনের দাবিকে সরাসরি খারিজ করে দিয়েছে। এরই পাশাপাশি বলা হয়েছে, অরুণাচল প্রদেশকে নিয়ে চিনের দাবি চিনের ক্রমবর্ধমান আক্রমণাত্মক তথা সম্প্রসারণ নীতির-ই এক অংশ। উল্লেখ্য, একইভাবে তাইওয়ানকে-ও নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চিনে। সেখানেও রুখে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

সিনেটর বিল হ্যাগারটি মঙ্গলবার জানান, “চিন ক্রমাগত মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য হুমকি সৃষ্টি করে চলেছে। এই অবস্থায় এই অঞ্চলে আমাদের কৌশলগত অংশীদারদের, বিশেষ করে ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “এই এই দ্বিদলীয় প্রস্তাব অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবে দ্ব্যর্থহীনভাবে স্বীকৃতি দেওয়ার জন্য সিনেটের সমর্থন প্রকাশ করে। এবং চিনের আগ্রাসনের নিন্দা করে।”