এবারে কি তবে সন্মুখ সমর, ধাক্কা দিয়ে মার্কিন ড্রোন ধ্বংস করল রাশিয়ার যুদ্ধবিমান

0
41

বিশ্বদীপ ব্যানার্জি: তবে কি এবারে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি সংঘাতে লিপ্ত হতে চলেছে রাশিয়া? ইউক্রেন যুদ্ধে আরও এক নয়া মোড়। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, সম্প্রতি কৃষ্ণসাগরের ওপর রাশিয়ার যুদ্ধবিমান এবং আমেরিকার ড্রোনের মুখোমুখি ধাক্কা লেগেছিল। এর ফলে এমকিউ-৯ ড্রোনটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

আরও পড়ুন: বড় সাফল্য DRDOর, শত্রুপক্ষের বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্রকে নিমেষে খতম করবে এই মিসাইল

- Advertisement -

বিশিষ্ট সংবাদ সংস্থা এএফপি এই খবরটি জনসমক্ষে এনেছে। যুক্তরাষ্ট্রের দাবি, এই ঘটনা রাশিয়ার চরম অপেশাদারী এবং বেপরোয়া মানসিকতার পরিচয়। যদিও এখনও পর্যন্ত রাশিয়ার তরফ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও পর্যন্ত।

সূত্রের খবর, কৃষ্ণসাগরের ওপর আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোনটি চালানো হচ্ছিল। সে সময় উল্টোদিক থেকে ছুটে আসে রাশিয়ার দুটি সুখই-২৭ যুদ্ধবিমান। এর মধ্যে একটি বিমান সরাসরি ধাক্কা মেরে বসে ড্রোনটিকে। শুধু তা-ই নয়। আমেরিকার দাবি, এই ধাক্কার পূর্বে ড্রোনটির ওপর একাধিকবার তেল ফেলা হয় বিমানদুটি থেকে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এছাড়া বেশ কয়েকবার বিপজ্জনকভাবে দুটি বিমান ড্রোনটির গা ছুঁয়ে বেরিয়ে যায়। এরপর মুখোমুখি সংঘর্ষ হলে ড্রোনটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এদিকে এই ঘটনায় উদ্বেগ বাড়ছে গোটা বিশ্বজুড়ে। প্রশ্ন উঠছে, তবে কি এবারে সন্মুখ সমরে অবতীর্ণ হতে চলেছে রাশিয়া-যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের দাবি, এই ঘটনায় দুই দেশের সম্পর্ক আরও গনগনে হয়ে গেল।