খাটের উপর লাফাতে লাফাতে আচমকা ফুটন্ত ডালে পড়ে গেল শিশুটি

0
285
child murder for external affair

লখনউ : ফুটন্ত ডালে পড়ে মৃত্যু শিশুর (child death)। মস্তক মুণ্ডনের অনুষ্ঠানে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরপ্রদেশের আমরোহা জেলার করণপুর সুতারি গ্রামের ঘটনা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।

আরও পড়ুন :শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছে পুলিশ, আদালতের চৌকাঠে চাকরিপ্রার্থীরা

- Advertisement -

শিশুর মাথায় প্রথম চুল গজানোর পর তা ভগবানকে উৎসর্গ করা হয়। একে বলা হয় মস্তক মুণ্ডনের অনুস্থান। আর সেই অনুষ্ঠানে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। জানা গেছে উত্তরপ্রদেশের করণপুর সুতারি গ্রামে এদিন এক কৃষকের ছেলের মস্তক মুণ্ডনের অনুষ্ঠান ছিল। পেশায় কৃষক সুশীল সিংহের একরত্তি ছেলের বয়স মাত্র ৫ বছর। অনুষ্ঠান বাড়িতে ভর্তি লোকজন। বাড়ির একপাশের একটি ঘরে চলছে রান্নাবান্নার দেদার আয়োজন। ডাল, ভাত, সবজি সহ রকমারি পদের ব্যবস্থা করা হয়েছে। ছোট্ট একরত্তি শিশু প্রশান্ত বাড়ি ভর্তি লোকজনের মাঝে এঘর সেঘর করে ছুটে খেলে বেড়াচ্ছে। উনুন থেকে সদ্য ডাল নামান হয়েছিল। খেলতে খেলতে আচমকা ফুটন্ত ডালে পড়ে যায় প্রশান্ত। শিশুর চিৎকার শুনে ছুটে আসে সকলে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হায় কপাল। মাঝ রাস্তায় মৃত্যু (death) হয় তাঁর।

আরও পড়ুন :প্রধান বিচারপরতি হিসাবে দায়িত্ব নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে প্রথম এই বিশেষ কথা বললেন CJI Chandrachud

আরও পড়ুন :সাইক্লোনিক সার্কুলেশনের জের: মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

শিশুটির বাবা সুশীল জানান, প্রশান্তকে নিয়েই তিনি ও তাঁর স্ত্রী অতিথিদের আপ্যায়ন করছিলেন। সেই সময় প্রশান্ত সবার চোখের আড়ালে হঠাৎ বাড়ির ভিতরে তাঁদের শোয়ার ঘরে চলে যায়। সেখানে বিছানায় উঠে লাফাতে থাকে। তখনই আচমকা পা পিছলে মেঝেতে রাখা ডালের গামলায় গিয়ে পড়ে সে। সুশীল বলেন, ‘‘আমরা তখনই ছেলেকে নিয়ে কাছের হাসপাতালে ছুটে যাই। সেখান থেকে মেরঠের হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয়। মেরঠ যাওয়ার পথেই তাঁর ছেলে অর্থাৎ শিশুটির (child death) মৃত্যু হয়।’’