“বর্তমান সময়ের মীরজাফর রাহুল গান্ধী” দাবি বিজেপির, ক্ষমা চাইবেন কি সনিয়া তনয়, স্পষ্ট জবাব কংগ্রেসের

0
30
rahul gandhi

নয়াদিল্লি: যুক্তরাজ্যে রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে জলঘোলা অব্যহত রয়েছে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে।মঙ্গলবার প্রাক্তন কংগ্রেস প্রধানের যুক্তরাজ্যে মন্তব্য নিয়ে বিবাদ আরও বেড়েছে। বিজেপি নেতা সম্বিত পাত্র রাহুল গান্ধীকে ভারতীয় রাজনীতির “বর্তমান সময়ের মীরজাফর” বলে অভিহিত করেছেন। রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবিতে যখন বিজেপি বারবার সুর চড়িয়েছে তখন পাল্টা জবাবও দিয়েছেন বর্তমান  কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে। রাহুল গান্ধী এই মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন? এই উত্তরের জবাবও স্পষ্ট করে দিয়েছেন।

লন্ডনের বিশ্ববিদ্যালয়ে রাগার মন্তব্য প্রসঙ্গে একটি সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র গান্ধী পরিবাররে উপর তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, “কেমব্রিজে বক্তৃতা দেওয়ার সময় ভারতের জনগণ এবং সংসদকে ‘অপমান’ করার জন্য “ভারতীয় রাজনীতির বর্তমান মীর জাফরকে ক্ষমা চাইতে হবে”। তিনি আরও বলেছেন, “রাহুল গান্ধীকে সংসদে ক্ষমা চাইতে হবে। তিনি সর্বদা জাতির মানহানি করেন। তিনি বর্তমান ভারতীয় নীতির মীরজাফর। তিনি দেশকে অপমান করেছেন এবং প্রশ্ন করেছেন। বিদেশী শক্তি দেশে হস্তক্ষেপ করতে পারে।”দেশ এটা মেনে নেবে না বলেই দাবি করেছেন তিনি। বিজেপি নেতার কথায়, এটা  কংগ্রেস ও রাহুল গান্ধীর ধারাবাহিক ষড়যন্ত্র। সংসদে তার অংশগ্রহণ সবচেয়ে কম এবং তিনি বলেছেন যে কেউ  তাঁকে কথা বলতে দেয় না।” রাহুল গান্ধীর সঙ্গে মীরজাফরের তুলনা করে সম্বিত পাত্র বলেন, “মীরজাফর একই কাজ করেছেন, তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সাহায্য পেতে ২৪ পরগনা দিয়েছেন এবং এখন রাহুল একই ধরণের রাজনীতি করছেন।”

- Advertisement -

 তবে রাহুল গান্ধী লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছিলেন যেখানে তিনি বলেছেন  যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের উপর মন্তব্যে নিয়ে বিষয়ে তাকে হাউসে কথা বলার অনুমতি দেওয়া হয়।  অন্যদিকে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রাহুল গান্ধী এই মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না। সেই সঙ্গেই বাকি ইস্যু গুলো নিয়ে কংগ্রেস সহ বিরোধীরা বিজেপিকে উত্তর দেওয়ার জন্য চাপ দিয়েছে।