এবার মাকড়সা-ও আর্জেন্টিনার হয়ে ফুটবল খেলবে নাকি, বিশ্বজয়ের আশ্চর্য পুরস্কার মেসিদেরকে

0
67

বিশ্বদীপ ব্যানার্জি: গত ডিসেম্বরে স্বপ্নপূরণ হয়েছে মেসির। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে ফুটবলে বিশ্বকাপ এনে দিয়েছেন তিনি। এবারে সেই জয়ের জন্য আলবিসেলেস্তেদের এক অদ্ভুত পুরস্কার দেওয়া হল। এই পুরস্কারটি হল, মাকড়সা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

আরও দেখুন: “বর্তমান ভারতীয় দলে কেউ আমার মত ব্যাট করতে পারে না”, বিস্ফোরক সহবাগ

- Advertisement -

আর্জেন্টাইন সালটিসিডে ইনভেস্টিগেটিভ গ্রুপ সম্প্রতি সাত নতুন প্রজাতির মাকড়সার সন্ধান পেয়েছে দেশের বিভিন্ন স্থানে। এর মধ্যে একটিকে আর্জেন্টিনা দলের নামে নামকরণ করা হয়েছে। আর্জেন্টিনা ফুটবল দলকে ‘আকেলা স্কালোনেতা’ নামে-ও ডেকে থাকেন সে দেশের ফুটবল অনুরাগীরা। এই নতুন প্রজাতির মাকড়সাকে আকেলা স্কালোনেতা নামটিই দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, উরুতাও ন্যাচেরাল রিজার্ভে এই নয়া প্রজাতির মাকড়সার সন্ধান মিলেছে। কিন্তু কেন এই নামকরণ? এ বিষয়ে জুলিয়ান বাইগোরিয়া নামের এক বিজ্ঞানী চমকপ্রদ কথা জানাচ্ছেন। তাঁর মতে, মেসিদের বিশ্বজয় অনেকটাই অপ্রত্যাশিত। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যাওয়ার পর কেউ ভাবতেও পারেনি যে আর্জেন্টিনা ট্রফি জিতবে। ঠিক তেমনিই এই নতুন প্রজাতির মাকড়সার খোঁজ পাওয়াও অপ্রত্যাশিত।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

মাসকয়েক আগেও নাকি এই মাকড়সার কোনও খোঁজ ছিল না। তাছাড়া জুলিয়ান আরও জানাচ্ছেন, মাকড়সাটির মধ্যে এমন কোনও বিশেষত্ব তাঁরা খুঁজে পাননি, যার ভিত্তিতে নামকরণ করা যেত। তবে মেসিরা যে সপ্তাহে বিশ্বকাপ জেতেন, সেই সপ্তাহে-ই এই নয়া প্রজাতির সন্ধান মিলেছে। সে কারণেই এই নামকরণ।