সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শিবসেনা যোগ, বিজেপির আক্রমণকে ভুলতে নারাজ উদ্ধব

0
32

মুম্বই : মহারাষ্ট্র সরকারের ভাঙন নিয়ে এখন জল্পনা তুঙ্গে। একদিকে শিবসেনার অভ্যন্তরেই বিবাদের ঝড় অন্যদিকে, গেরুয়া পতাকা উড়িয়ে শিবসেনার অন্দরে হাতছানি দিচ্ছে বিজেপি। কিন্তু শিবসেনা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বিজেপির ডাকে সাড়া দিতে রাজি নন। দল ছেড়ে বিজেপির সঙ্গে জোট সাধনে ইচ্ছুক একনাথ শিন্ডে ও তাঁর সমর্থক বিধায়করা। কিন্তু তাঁদের কোনোরকম ইঙ্গিত দিচ্ছেন না উদ্ধব ঠাকরে। বিজেপির সঙ্গে জোট কেন চাইছেন না তা নিয়ে আরও এক তথ্য সামনে আসছে।

সূত্র থেকে জানা যাচ্ছে, ঠাকরে ও তাঁর পুত্রের সঙ্গে এক বলিতারকার মৃত্যু রহস্যের যোগ নিয়ে বিতর্ক সৃষতি হয়েছিল। আর এই তারকা অন্য কেউ নয়, ২০২০ সালের বহুল চর্চিত তারকা সুশান্ত সিং রাজপুত। বছর দুই হয়েছে তবু তাঁর মৃত্যু রহস্য উদঘাতন সম্ভব হয়নি। এই মৃত্যুর সঙ্গে বহু বলিতারকার নাম যুক্ত করা হয়েছে। অভিযোগের তীর ছোঁড়া হয়েছে বহু খ্যাতনামা তারকার দিকে। তবে এই ঘটনায় রাজনৈতিক যোগ প্রসঙ্গও বারবার প্রচারিত হয়েছে। বিজেপি উদ্ধব ঠাকরে এবং তাঁর ছেলেকে সুশান্তের মৃত্যুর সঙ্গে নাম জড়িয়ে আক্রমণ করে।

- Advertisement -

বলা হচ্ছে, এটি অন্যতম প্রধান একটি কারণ যার জন্য শিবসেনার মুখ্য নেতা বিজেপির সঙ্গে জোটের ইঙ্গিত দিচ্ছেন না। উদ্ধব, সেনা বিধায়কদের স্পষ্টভাবেই জানিয়েছেন, বিজেপির সঙ্গে জোটে ফেরা কখনোই সম্ভব না। কিন্তু শিবসেনা বিধায়কদের মতে, বিজেপির সঙ্গে জোট এখন ভালো অপশন। কিন্তু ঠাকরে তাতেও নারাজ। কিন্তু অন্যদিকে প্রতিবাদী বিধায়কদের তরফ থেকে শিন্ডের সেনা জানিয়ে দিয়েছেন, কংগ্রেস বা এনসিপির সঙ্গে জোটবদ্ধ সরকার তাঁরা চান না।