এলন মাস্কের নির্দেশে ভারতের দুই শহরে অফিস বন্ধ করে দিল Twitter

0
81
Twitter

বিশ্বদীপ ব্যানার্জি: সম্প্রতি Google ভারতে ৪০০ জনেরও বেশি কর্মীকে ছাঁটাই করেছে। Twitter সরাসরি সেই পথে না হাঁটলেও এক বড়সড় পদক্ষেপ নিল। ভারতে তাদের তিনটি অফিসের দুটিই বন্ধ করে দিল। যা রীতিমত এক বড় উদ্বেগের জন্ম দিয়েছে।

আরও পড়ুন: ভারতে পরপর কর্মীকে আচমকা ছাঁটাই Google -এর, ক্ষতিপূরণ পাওয়া নিয়েও ঘোর সংশয়

- Advertisement -

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি গত বছরের শেষের দিকে ভারতে তাদের কর্মীর প্রায় ৯০ শতাংশ-ই ছাঁটাই করেছে। তবে এবারে ছাঁটাইয়ের পরিবর্তে দিল্লি এবং মুম্বইয়ে অফিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মীদের বাড়ি থেকেই কাজ করতে বলা হয়েছে।

কেবলমাত্র বেঙ্গালুরুর অফিসটি খোলা রাখা হয়েছে। যেখানে বেশিরভাগ ইঞ্জিনিয়ার নিযুক্ত। কিন্তু কেন এহেন সিদ্ধান্ত নিল Twitter? কারণটা আর কিছুই নয়। সিইও এলন মাস্ক চলতি বছরের শেষের দিকে Twitter -কে আর্থিকভাবে স্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছেন। এই প্রচেষ্টার অংশ হিসাবেই সারা বিশ্বে কর্মীদের বরখাস্ত করা হচ্ছে। এবং অফিস বন্ধ করে হচ্ছে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এদিকে Twitter বিগত বছরগুলিতে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক মাধ্যমে পরিণত হয়েছে। এই প্লাটফর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুসরণকারী ৮৬.৫ মিলিয়ন। কিন্তু এই মুহূর্তে মাস্ক বাজারকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ।