গড়াল রেলের চাকা, স্বস্তির শ্বাস যাত্রী মহলে: কুড়মি সমাজের বঞ্চনা নিয়েও প্রশ্ন

0
55

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: কুড়মি সমাজের তরফে আপাতত আন্দোলন প্রত্যাহার করায় বাঁকুড়ায় ট্রেন চলাচল স্বাভাবিকের পথে। সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার সকাল থেকে গত কয়েক দিন ধরে ‘বাতিল’ থাকা খড়্গপুর-আদ্রা শাখায় ট্রেন গুলি চলাচল শুরু করেছে। এদিন সকালে বাঁকুড়া স্টেশনে গিয়ে দেখা গেল ছন্দে ফিরছে রেল পরিষেবা। যাত্রী সাধারণের আনাগোনাও বেড়েছে।

প্রসঙ্গত, কুড়মি সমাজের লাগাতার আন্দোলন ও রেল অবরোধের জেরে গত বুধবার সকাল থেকে খড়্গপুর-আদ্রা শাখায় একের পর এক ট্রেন বাতিল হয়েছিল। খড়্গপুর-হাতিয়া ১৮০৩৫, খড়্গপুর-রাঁচি ১৮০৮৫, পুরুলিয়া-হাওড়া সুপার ফাস্ট ১২৮২৮, ১২৮৮৩ রুপসী বাংলা এক্সপ্রেস, ১৮০১২/১৪ হাওড়া-চক্রধরপুর ট্রেন পর্যন্ত বাতিল ঘোষণা করেছিল রেশ কর্তৃপক্ষ। চরম সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রী থেকে অসংখ্য সাধারণ মানুষ।

- Advertisement -

এদিন নিত্যযাত্রীরা জানিয়েছেন, গত কয়েক দিনের দুর্ভোগ কাটিয়ে অবশেষে রেল পরিষেবা স্বাভাবিকের পথে। সঠিক সময়ে কর্মক্ষেত্রে পৌঁছানোটাই চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। তবে কুড়মি সমাজের আন্দোলনকে সমর্থণ জানিয়েছেন কেউ কেউ। কুড়মি সমাজের দাবির বিষয়টিও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা দরকার বলে মনে করেন রঞ্জিত মাল গোপ, সুশান্ত মুখোপাধ্যায়েরা৷ তাঁদের কথায়, ‘‘যতদূর জানি, কুড়মি সম্প্রদায়ের মানুষেরা শান্ত প্রিয় হয়৷ তাহলে তাঁদের দাবি পূরণের আশ্বাস দিয়েও সরকার তা রাখবে না কেন? ওরা তো এমনি এমনি রেল অবরোধ করেননি৷ তাই সরকারেরও উচিত এই বিষয়ে ভাবনাচিন্তা করা৷’’

আরও পড়ুন: মমতার সরকারের উদাসীনতা নিয়ে প্রশ্ন : পিএফ বন্ধ, বেতনও হয়নি, আন্দোলনে শ্রমিকেরা