দিল্লির হিংসা নিয়ে লোকসভায় আলোচনা আজই

0
94

নয়াদিল্লি: সিএএ, এনআরসি বিরোধী আন্দোলন নিয়ে উত্তাল গোটা দেশ। এই ইস্যুর পক্ষে ও বিপক্ষে দুই দলের মধ্যে খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নিয়েছে দেশের বিভিন্ন স্থানে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দেশের রাজধানীতে। শাহিনবাগ, জাফরাবাদের মতো ঘটনা নাড়িয়ে দিয়েছে। এইবার সেই নিয়ে আজ, বুধবার লোকসভায় আলোচনা হবে। সংসদের কার্যনির্বাহী বিধি ১৯৩ অধীনে আলোচনা হবে।

এই আলোচনা পর্বের পরে কোনো ভোটাভুটি হবে না। সব পক্ষই নিজেদের মতামত তুলে ধরবে। এই আলোচনার জন্য কংগ্রেস বেশ কিছুদিন ধরেই চাপ সৃষ্টি করছিল। তবে সরকার এই আলোচনার বিষয়ে সম্মতি দিলেও তা হোলির পর হবে বলে জানায়। সেই মাফিক আজ এই আলোচনা পর্ব শুরু হবে।

- Advertisement -

লোকসভার বুলেটিনে বলা হয়েছে যে, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং বিজেপির একজন সদস্য “দিল্লির কিছু অংশে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা উত্থাপন করবেন”।

এর বাইরে কংগ্রেস মধ্যপ্রদেশ সঙ্কটের বিষয়টি উত্থাপন করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিংহ পুরী ২০২০ সালের বিমান ও সংশোধনী বিলটি বিবেচনা ও পাসের জন্য প্রবর্তন করবেন। স্বাস্থ্য ও বিদেশ বিষয়ক মন্ত্রিসভায় তিনটি মন্ত্রকের জন্য অনুদান নিয়েও আলোচনা হবে। লোকসভার এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সম্ভবনা আছে।