সামনে ভোট, কৃষক মৃত্যুতে তপ্ত যোগী রাজ্য: আজ লখনউ যাচ্ছেন মোদী

আজাদী কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় (এমএইচইউএ) এই Conference-cum-Expo-এর আয়োজন করছে। এটি উত্তর প্রদেশে আনা পরিবর্তনশীল পরিবর্তনের উপর বিশেষ মনোযোগ দিয়ে শহুরে দৃশ্যপটকে রূপান্তরিত করার বিষয়ভিত্তিক।

0
52

লখনউ: উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে প্রতিবাদী কৃষকের মৃত্যু সেই সঙ্গে আগামী বছরেই রয়েছে যোগী রাজ্যে বিধানসভা নির্বাচন। রাম রাজ্যে রাজনৈতিক পারদ চড়ছে হু হু করে। এর মধ্যেই তিন দিনের শহুরে কনক্লেভ অনুষ্ঠানে অংশ নিতে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন লখনউতে। লখিমপুর খেরির ঘটনার জন্য নয় বরং এই সময়ে সরকারি প্রকল্পের উদ্বোধনে উত্তরপ্রদেশ যাচ্ছেন মোদী।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আজ সকাল সাড়ে ১০ টায় ‘Azadi@75 – New Urban India: Transforming Urban Landscape’ Conference-cum-Expo’-এর উদ্বোধন করবেন, একই সঙ্গে ৪৭৩৭ কোটি টাকার শহুরে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী মোদী উত্তরপ্রদেশের বেশ কয়েকটি স্মার্ট সিটির জন্য ৭৫ টি ইলেকট্রিক বাস উদ্বোধন করবেন এবং ১০ টি স্মার্ট সিটির ৭৫ টি সফল প্রকল্পের একটি কফি টেবিল বই প্রকাশ করবেন। মোদী ডিজিটালভাবে প্রধানমন্ত্রীর আবাস যোজনার সাহায্যে হওয়া বাড়ির চাবি রাজ্যের ৭৫ জেলায় ৭৫ হাজার উপকারভোগীদের হাতে তুলে দেবেন। সেই সঙ্গে প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথাও বলবেন। উত্তর প্রদেশের নগর উন্নয়ন বিভাগের দ্বারা এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

- Advertisement -

আরও পড়ুন- ‘এটা রাজ্যের মদতে হওয়া হিংসা’, লখিমপুরের ঘটনায় যোগীকে আক্রমণ ওয়াইসির

আজাদী কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় (এমএইচইউএ) এই Conference-cum-Expo-এর আয়োজন করছে। এটি উত্তর প্রদেশে আনা পরিবর্তনশীল পরিবর্তনের উপর বিশেষ মনোযোগ দিয়ে শহুরে দৃশ্যপটকে রূপান্তরিত করার বিষয়ভিত্তিক। বিশেষ করে নজর দেওয়া হয়েছে কারণ সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। ভোটে ফের বিজেপির সরকার গঠন করতে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে বিজেপি। রাম রাজ্যে পালন করা হচ্ছে বিভিন্ন কর্মসূচী। সেই সঙ্গে যোগী সরকারের বিভিন্ন নেতা মন্ত্রীরা এখন থেকেই মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন। সর্বপরি দেশের প্রধানমন্ত্রীকে দিয়ে একাধিক কর্মসূচীর সূচনা করে মানুষের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্য নিয়েছে যোগী সরকার।