শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মতো একই পরিণতির মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী মোদী, দাবি তৃণমূল বিধায়কের

0
24

কলকাতা: নতুন করে জ্বলছে শ্রীলঙ্কা। দু’মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ। কেবল প্রধানমন্ত্রী নয় শনিবার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবি জানায় বিক্ষুব্ধ জনতা। বিক্ষভের জের এততাই ছিল যে নিজের বাসভবন ছেড়ে পালাতে বাধ্য হন রাজাপক্ষে। সেই ঘটনার কথা উল্লেখ করেই এবার তৃণমূল সাংসদ আক্রমণ সানিয় বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থাও শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মতো হবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতার শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর পরে রবিবার তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিস আলি এই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের মতো একই পরিণতির মুখোমুখি হতে হবে। রাজ্যে মেট্রোর উদ্বোধন হবে অথচ তাঁকেই কেন্দ্র আমন্ত্রণ না জানানোরইয় রাজনৈতিক মহলে উঠেছে ঝড়। তৃণমূল বিধায়ক বিজেপিকে নিশানা করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না করা একটি বড় অন্যায় কারণ তিনি রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পটি শুরু করেছিলেন। এর আগে, ভিক্টোরিয়া মেমোরিয়ালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দেওয়া হয়েছিল। সব মিলিয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বিভাজনমূলক রাজনীতি করার অভিযোগ এনেছেন।

- Advertisement -

আরও পড়ুন- ‘মা কালী’ নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যেই এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী

তবে শ্রীলঙ্কা প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, প্রতিবেশী দ্বীপরাষ্ট্রে তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ক্রমশ আরও অবনতির পথে এগাচ্ছে দ্বীপরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি। দেশের হাল ফেরাতেই রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করছে দেশবাসী। উন্মত্ত জনতা দেশজুরেই বিক্ষোভ প্রদর্শন করছে। দ্বীপরাষ্ট্রের পরিস্থিতির কথা তুলে ধরেই বিজেপিকে কোনঠাসা করতে চাইছে বিরোধীরা। এমনি মোদী জামানায় আগামীতে ভারতের অবস্থা শ্রীলঙ্কার মত হবে বলেই দাবি করছে বিজেপি বিরোধীরা।