গরু খাওয়ার শাস্তি বাঘেরও হওয়া উচিত: চার্চিল আলেমাও

0
142

পানাজি: বুধবার গোয়া বিধানসভায় বাঘ হত্যা নিয়ে আলোচনা উঠে আসে, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) বিধায়ক চার্চিল আলেমাও বলেন যে বাঘকে গরু খাওয়ার জন্য শাস্তি দেওয়া উচিত, যখন মানুষেরও শাস্তি হয়। গত মাসে মহাদয়ী ওয়াইল্ডলাইফ অভয়ারণ্যে পাঁচজন স্থানীয় লোকের হাতে একটি বাঘিনী এবং তার তিনটি শাবক হত্যা হয়।

বুধবার বিধানসভা অধিবেশন চলাকালীন বিরোধীদলীয় নেতা দিগম্বর কামাত এই বাঘিনী হত্যার ঘটনাকে উত্থাপিত করেন। চার্চিল আলেমাও বলেছেন, ‘বাঘ যখন গরু খায় তখন তার জন্য কী শাস্তি হবে? যখন মানুষ গরু খায় তখন তো তাকে শাস্তি দেওয়া হয়’। চার্চিল আলেমাও আরও বলেন, বন্যজীবনের সচেতনতার ক্ষেত্রে বাঘ গুরুত্বপূর্ণ তবে মানুষের সচেতনতার ক্ষেত্রে, গরু গুরুত্বপূর্ণ । তিনি জানান, পুরো বিষয়টিতে মানবতার প্রসঙ্গটি অবহেলিত হলে চলবে না।

- Advertisement -

এই বৈঠকের আলোচনাতে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন যে বন্য বিড়ালরা তাদের পশুপালকে আক্রমণ করেছিল বলে স্থানীয়রা বাঘকে হত্যা করেছিল। প্রমোদ সাওয়ান্ত যোগ করেছেন, “যেসব কৃষক পশুর আক্রমণে তাদের গবাদিপশু হারিয়েছেন তাদের তিন-চার দিনের মধ্যে ক্ষতিপূরণ প্রদান করা হবে।”