বাড়ছে পারদ, ভিজবে দক্ষিণবঙ্গ সহ তিলোত্তমা

0
165

কলকাতা: সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে৷ বাদ যাবে না কলকাতা৷ বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমা৷ দিনভর থাকবে মেঘলা আকাশ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হতে পারে৷

হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে৷ এদিন থেকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে৷ জেলাগুলিতে বৃষ্টির রেশ থাকতে পারে শুক্রবার পর্যন্ত৷ আগামী দুদিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে৷

- Advertisement -

বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক৷ সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম৷ তাই সকালে হালকা ঠাণ্ডা অনুভূতি থাকবে, যা বেলা বাড়লে উধাও হবে৷ উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় তাপমাত্রা একধাক্কায় ৪ ডিগ্রি বেড়ে গিয়েছে৷ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস৷ সোমবার এই তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস৷

হাওয়া অফিস জানিয়েছে, এখন শীতের আমেজ কমবে৷ রাতের তাপমাত্রা বাড়বে৷ কিন্তু দিনের তাপমাত্রা একই থাকবে৷ এদিকে বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে৷ তার জেরে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে৷ বুধবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে৷ বৃষ্টিপাতের জেরে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে৷ তবে উত্তরবঙ্গে বৃষ্টি হবে না৷ সপ্তাহের শেষে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে৷