Rafale: বাড়ছে চিন-পাকিস্তানের ভয়, বায়ুসেনার হাতে এল আরও তিন রাফাল যুদ্ধবিমান

ফ্রান্সের তৈরি এই যুদ্ধবিমানের শক্তি বিশ্ব জানে। এমনকি রাফালের দক্ষতা আফগানিস্তান, লিবিয়া ও মালিতে দেখা গিয়েছে।

0
29

নয়াদিল্লি: ভারতীয় সেনা ও তাঁদের অস্ত্রভান্ডারের সম্ভার দেখলেই বুক কাঁপে শত্রুদেশের। তাঁদের মনে ভয় ধরেছিল ভারত যখন ফ্রান্সের সঙ্গে রাফাল (Rafale) যুদ্ধবিমান কেনার চুক্তি সাক্ষরিত করেছিল। ৩৬ টি রাফালের মধ্যে অধিকাংশ এসে পৌঁছেছে ভারতীয় বায়ুসেনার হাতে। মঙ্গলবার সন্ধ্যায় ফ্রান্স থেকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধভান্ডারে যুক্ত হয়েছে আরও তিনটি রাফাল যুদ্ধবিমান।

যুদ্ধ বিমানগুলি ফরাসি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল এবং সংযুক্ত আরব আমিরশাহিতে বিমান বাহিনী দ্বারা মধ্য-আকাশে জ্বালানি সরবরাহ করা হয়েছিল। সর্বশেষ তিনটি বিমানের আগমনের সঙ্গে এখন ৩৬ টি রাফাল জেটের মধ্যে মোট ৩৫টি পেয়েছে ভারত। সরকারি কর্মকর্তাদের মতে, শেষ যুদ্ধ বিমানটি কয়েক সপ্তাহের মধ্যে ফ্রান্স থেকে ভারতে আসবে। এই বিমানগুলির মধ্যে ৩০ টিরও বেশি বিমান ভারতীয় বায়ুসেনার আধিকারিক ভারতে এনেছে মাঝে একবারও না থেমে।

- Advertisement -

আরও পড়ুন- Viral Video: নাড্ডার চপার নামতেই ভেঙে পড়ল স্কুলের দেওয়াল, ভোটের মধ্যে রাজ্যে অস্বস্তিতে BJP

উল্লেখ্য, ২০১৬ সালে, ভারত ফ্রান্সের সঙ্গে সর্বকালের সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। সেই চুক্তির অংশ হিসেবে ৩৬ টি রাফালে যুদ্ধবিমান IAF-তে অন্তর্ভুক্ত করা হচ্ছে। রাফালে ইউরোপীয় ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক এমবিডিএ দ্বারা তৈরি উল্কা এবং স্কাল্প ক্রুজ মিসাইল সহ বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী, ফ্লোরেন্স পার্লি, এর আগে বলেছিলেন যে ফ্রান্স ভারতকে আরও রাফালে যুদ্ধবিমান সরবরাহ করতে ইচ্ছুক এবং দুই কৌশলগত অংশীদারের দ্বারা একই বিমানের ব্যবহার তাঁদের সম্পর্কের “শক্তি” প্রতিফলিত করে।

আরও পড়ুন- সিঙ্গুর-নন্দীগ্রামের পুনরাবৃত্তি রুখতে তৎপর মুখ্যমন্ত্রী, জমির বদলে জমি, দেওয়া হল চাকরিও

প্রসঙ্গত, ফ্রান্সের তৈরি এই যুদ্ধবিমানের শক্তি বিশ্ব জানে। এমনকি রাফালের দক্ষতা আফগানিস্তান, লিবিয়া ও মালিতে দেখা গিয়েছে। রাফালের সর্বোচ্চ গতি ১.৮ ম্যাচ। ৪.৫ প্রজন্মের অথ্যাধুনিক এই যুদ্ধবিমান দ্বিগুণ গতিতে গন্তব্যে পৌছতে সক্ষম। প্রত্যেকটি রাফাল যুদ্ধবিমানে ১৪টি করে মজুতদারি প্রকোষ্ঠ রয়েছে অস্ত্র রাখার জন্য। বায়ু থেকে বায়ু ক্ষেপনাস্ত্র নিক্ষেপের ক্ষেত্রেও রাফালের ধারে কাছে কেউ যায়না। রাফাল সর্বোচ্চ গতিতে ১৯০ কেজি ক্ষেপনাস্ত্র নিক্ষেপের ক্ষেত্রে ১০০ কিমির দৃষ্টির ঊর্ধ্বে (বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ) যেতে সক্ষম। বায়ু থেকে ভূমিতে ক্রুজ ক্ষেপনাস্ত্র ৩০০ কিমি রেঞ্জে ছুড়তেই সক্ষম এই যুদ্ধ বিমান। বায়ু-মাটি জল সব সব ক্ষেত্রেই অব্যর্থ নিশানা লাগাতে পারে এটি। গত বছর থেকেই রাফাল আসাতে ভারতীয় বায়ুসেনার হাত যেমন শক্ত হয়েছে তেমনি ভয়ও ধরেছে চিন পাকিস্তানের মধ্যেও। বলা বাহুল্য যে, লাদাখ সিমান্তেও মোতায়েন করা হয়েছে আধুনিক এই যুদ্ধবিমান।