Viral Video: নাড্ডার চপার নামতেই ভেঙে পড়ল স্কুলের দেওয়াল, ভোটের মধ্যে রাজ্যে অস্বস্তিতে BJP

হঠাৎ দমকা হাওয়ার কারণে দর্শকদেরও মুখ ঢেকে পিছন ফিরে যেতে দেখা যায়। আর এটাই এবার বিরোধীরা বিজেপির উন্নয়ের বিরুদ্ধে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছে।

0
25

লখনউ: উত্তরপ্রদেশে ফের বিজেপিকে ক্ষমতায় ফেরাতে মদানে নেমেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। গেরুয়া শিবিরের হয়ে প্রচার করছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী থেকে শুরু করে সকলেই। আজ বুধবার চলছে রাম রাজ্যে চতুর্থ দফায় নির্বাচন। ক্ষমতায় ফেরা নিয়ে যখন বিজেপি আত্মবিশ্বাসী তখনই অস্বস্তিতে পড়েছে বিজেপি। নির্বাচনী সমাবেশে দলের বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হেলিকপ্টার অবতরণের পরেই ভেঙে পড়েছে পাশের একটি স্কুলের দেওয়াল। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে, যা নিয়েই ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা।

ভিডিওটিতে দেখা গিয়েছে, কলেজ মাঠে হেলিকপ্টার অবতরণের ফলে সৃষ্ট প্রবল বাতাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানা প্রাচীরটি ধসে পড়ে। তবে দুর্ঘটনার কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অবতরণের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং অনেকে রাজ্যের শিক্ষাগত পরিকাঠামোর মান নিয়ে প্রশ্ন তুলেছে। বিজেপি ভোটারদের আকৃষ্ট করার জন্য বিরোধীতা বিজেপির উন্নয়নমূলক কাজের নিয়েই গেরুয়া শিবিরকে খোঁচা দিতে শুরু করেছে। যদিও হেলিকপ্টার অবতরণের কারণে প্রাচীর ধসে পড়া এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

- Advertisement -

আরও পড়ুন- Molest: ৭৫ বছরের বৃদ্ধাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হাসপাতালের ওয়ার্ড বয়

উল্লেখ্য, সর্বভারতীয় সভাপতি বিজেপি প্রার্থী এবং রাজ্যের মন্ত্রী উপেন্দ্র তিওয়ারির পক্ষে প্রচার করতে জেলার ফেফনা বিধানসভা কেন্দ্রে ছিলেন। রাতসার কলেজ মাঠে নাড্ডার হেলিকপ্টার অবতরণের জন্য একটি হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। নামার সময়ের ভিজ্যুয়ালগুলি দেখা গিয়েছে যে হেলিকপ্টার নামার সময় বাতাসের জোরের কারণে সীমানা প্রাচীরটি ভেঙে পড়েছে। হঠাৎ দমকা হাওয়ার কারণে দর্শকদেরও মুখ ঢেকে পিছন ফিরে যেতে দেখা যায়। আর এটাই এবার বিরোধীরা বিজেপির উন্নয়ের বিরুদ্ধে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছে।