সতর্ক সেনা, কয়েক ঘণ্টার মধ্যে কাশ্মীরে তিনবার মিলল ড্রোনের দেখা

0
24

শ্রীনগর: ২৭ জুন জম্মুর বায়ু সেনার ঘাঁটির কাছে দুটি ড্রোন হামলা চালানোর পর থেকেই কাশ্মীরে বেড়েছে ড্রোন (Drone) সাদৃশ্য বস্তুর হানা। মাঝে মধ্যেই উপত্যকার আকশে চক্কর কাটতে দেখা যাচ্ছে ইউএভি (Unmanned Aerial Vehicles) -কে । এটাই কাশ্মীরে নতুন করে সন্ত্রাসবাদের আশঙ্কাকে উস্কে দিচ্ছে। প্রতিবেশী জেলায় দুটি সন্দেহভাজন ইউএভি দেখার কয়েক ঘণ্টার মধ্যে শনিবার রাতে জম্মুর ডোমানা এলাকায় এলাকায় স্থানীয়রা ড্রোন-জাতীয় বস্তু দেখতে পেয়েছিল।

গোয়েন্দারা আগে থেকেই সতর্ক করছে যে জঙ্গিরা সেনাদের উপর হামলা চালানোর জন্য নতুন পন্থা অবলম্বন করছে। আর সেটা হল ড্রোন। শনিবার স্থানীয় এক যুবক তার মোবাইল ফোনে ড্রোন সদৃশ বস্তুর একটি ভিডিও তৈরি করেন। তবে সন্দেহজনক ড্রোনটি তিন মিনিট পর নিখোঁজ হয়ে যায় বলেই জানানো হয়েছে। শনিবার সন্ধ্যায় মোট তিনটি ড্রোন কার্যকলাপ প্রত্যক্ষ করা হয়। জানানো হয়েছে প্রথম দুটি ড্রোন দেখা যায় রাত ৮ থেকে ৯ টার মধ্যে সাম্বা জেলায়। তৃতীয় ইউএভি কার্যকলাপ জম্মু জেলার ডোমানা এলাকায় রাত প্রায় ৯.৫০নাগাদ দেখা যায়।

- Advertisement -

আরও পড়ুন- কেন শুভেন্দুর মুখকে নর্দমার সঙ্গে তুলনা করলেন কুণাল, জোর আলোচনা তিলোত্তমা জুড়ে

সন্দেহভাজন ড্রোন খুঁজে পেতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। জুন মাসে জম্মু এয়ার ফোর্স স্টেশনে হামলার পরই জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে ড্রোন দেখা বেড়েছে। এমনকি সনাক্ত হওয়া সেই ড্রোনের বেশ কয়েকটিতে আইইডি বহন করতেও দেখা গিয়েছে। কাশ্মীরের আকাশে বার বার ড্রোনের দেখার মেলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলেই মনে করছেন গোয়েন্দারা। ড্রোন হানা প্রতিরধের জন্য কাশ্মীর বসানো হয়েছে ড্রোন সনাক্তকারী র‍্যাডার।