Lakhimpur Kheri violence:পরিবারগুলো ক্ষতিপূরণ নয় ন্যায়বিচার চায়, গর্জে উঠলেন প্রিয়াঙ্কা গান্ধী

মৃত কৃষক পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, লখিমপুর খেরি মামলায় ন্যায়বিচার ততক্ষণ সম্ভব নয়, যদি না অজয় মিশ্র রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন।

0
31

লখনউ: বহু বাধা পেরিয়ে অবশেষে বুধবার রাতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা এবং রাহুল গান্ধী লখিমপুর খেরি সহিংসতায় প্রাণ হারানো কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করেছেন। রবিবার রাতেই ঘটনাস্থলে যেতে চাইলে উত্তরপ্রদেশ পুলিশ প্রথমে আটক করেছিল কংগ্রেস নেত্রীকে। এমনি ৩০ ঘণ্টা গৃহবন্দি রাখার পর গ্রেফতারও করা হয়েছিল। তবে বুধবার রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রিয়াঙ্কা।

মৃত কৃষক পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, লখিমপুর খেরি মামলায় ন্যায়বিচার ততক্ষণ সম্ভব নয়, যদি না অজয় মিশ্র রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এমনকি প্রকাশ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রকে গ্রেফতারের দাবি করেন কংগ্রেস নেত্রী। কংগ্রেস নেত্রীর কথায়, “এই পরিবারগুলো ক্ষতিপূরণ চায় না, তারা ন্যায়বিচার চায়। এটা সম্ভব নয় যতক্ষণ না তিনি (অজয় মিশ্র টেনি) রাজ্য মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তাঁর অধীনে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। যদি তারা এফআইআর ছাড়া আমাদের গ্রেপ্তার করতে পারে, তাহলে তাঁরা (উত্তরপ্রদেশ পুলিশ) তাঁকে (আশীষ মিশ্র) গ্রেপ্তার করেছে না কেন।”

- Advertisement -

গান্ধী পরিবারের দুই সদস্য পালিয়াতে লাভপ্রীত সিংয়ের পরিবারের সাথে দেখা করেন। রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী সাংবাদিক রমন কাশ্যপের পরিবারের সঙ্গে দেখা করতে নিগাসনে যাবেন, যিনি রবিবারের সহিংসতায় নিহত হয়েছেন। এদিকে, কংগ্রেস নেতা শচীন পাইলট এবং আচার্য প্রমোদ যখন লখিমপুর খেরিতে যাচ্ছিলেন তখন মুরাদাবাদে উত্তরপ্রদেশ পুলিশ তাদের আটক করে। উল্লেখ্য, আজ সকাল ১১ টায় প্রধান বিচারপতি এনভি রমানার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চে বিষয়টি গ্রহণ করা হবে। উত্তরপ্রদেশ পুলিশের তদন্ত, মিডিয়া রিপোর্ট এবং রাজ্যের দুই আইনজীবী কর্তৃক প্রধান বিচারপতিকে লেখা চিঠি নিয়ে ক্রমবর্ধমান ক্রোধের মধ্যে আদালত মামলাটি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। সেই মামলার আজ শুনানি হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামন, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চে হবে এই শুনানি।

রবিবার, উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন সহিংসতায় আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কৃষক ছিলেন, যারা বিজেপি কর্মীদের দ্বারা চালিত যানবাহন দ্বারা ধাক্কা খেয়েছিল বলে অভিযোগ। এর প্রতিক্রিয়ায় কৃষকরা বিজেপি কর্মীদের গাড়ি থেকে টেনে নিয়ে তাদের পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে। লখিমপুর খেরির ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তপ্ত দেশের রাজনীতি।