SC, SC Quota : সরকারি চাকরিতে পদোন্নতির ক্ষেত্রেও এবার সংরক্ষণ নীতি চালুর সম্ভাবনা 

0
45

নয়াদিল্লি : সুপ্রিম কোর্ট সরকারি কর্মসংস্থানে তফসিলি জাতি ও তপশিলি উপজাতিদের অপ্রতুল প্রতিনিধিত্ব দেখার জন্য তথ্য চাওয়ার এক দিন পরে, তাদের পদোন্নতিতে সংরক্ষণ প্রদানের ন্যায্যতা দেখানোর জন্য, কেন্দ্র বুধবার এমন পরিসংখ্যান তৈরি করেছে যা তাদের কম সংখ্যা প্রতিষ্ঠার জন্য যথেষ্ট।

আরও পড়ুন : Indian Railways : করোনায় মৃত কর্মীদের পরিবারকে চাকরি দিল ভারতীয় রেল

- Advertisement -

অতিরিক্ত সলিসিটর জেনারেল বলবীর সিংহ বিচারপতি এল নাগেশ্বর রাও এর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চকে বলেন যে তথ্য অনুসারে ১৯ টি মন্ত্রণালয়ের গ্রুপ A, B এবং C ক্যাটাগরির মোট সংখ্যা তফসিলি জাতির জন্য ১৫.৩৪ শতাংশ এবং তফসিলি উপজাতির জন্য ৬.১৮ শতাংশ। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি বি আর গাওয়াইয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ, কেন্দ্র এবং রাজ্যগুলির বিভিন্ন আবেদনের শুনানি করছিল, যাতে সংবিধানের বেঞ্চের দুটি রায় বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যাগুলি তুলে ধরা হয় যাতে পদোন্নতিতে সংরক্ষণ প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন : Arvind Kejriwal : কৃষকদের প্রতি এতো ঘৃণা কেন, মোদীকে প্রশ্ন দিল্লির মুখ্যমন্ত্রীর

আদালতের এক প্রশ্নের জবাবে সিং বলেন, এই পরিসংখ্যানে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। তিনি বলেছিলেন যে “সংগৃহীত তথ্য প্রতিনিধিত্বের পর্যাপ্ততার পরীক্ষাকে সন্তুষ্ট করে”। তিনি বলেন, “কেন্দ্রের সিদ্ধান্তে যদি কোনো স্বেচ্ছাচারিতা প্রতিফলিত হয় তবেই আদালতের হস্তক্ষেপ করা উচিত, এর বাইরে আদালত অবশ্যই হস্তক্ষেপ করবে না।”

আরও পড়ুন : Lakhimpur kheri violence : পুলিশি নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলল নিহত কিশোরের পরিবার

বেঞ্চ বলেছে, যদি সরকারের যুক্তি যে এই তথ্য যথেষ্ট, মেনে নেওয়া হয়, তাহলে সমস্যা তৈরি হবে। “আপনি যে তথ্য দিয়েছেন তাতে কিছু ক্লাসে নির্ধারিতর চেয়ে বেশি আছে। এবং, যদি এটি আপনার যুক্তি হয়, কিছু শ্রেণীর জন্য সংরক্ষণ বন্ধ করতে হবে,” বলেন বিচারপতি রাও। আদালত উল্লেখ করে যে, “সরকার কর্তৃক দেওয়া তথ্য দেখায় যে গ্রুপ A তে  প্রতিনিধিত্ব কম, এতে বলা হয়েছে যে, সরকার যেন  B এবং C -তে সমন্বয় করে পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করছে,যা ন্যায্য নয়”।

আরও পড়ুন : Lakhimpur Kheri violence: প্রধান বিচারপতির নেতৃত্বে উত্তরপ্রদেশের সহিংসতা নিয়ে আজ শুনানি শীর্ষ আদালতে

অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল, পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণের প্রয়োজনীয়তাকে সমর্থন করে বলেন, “এটা জীবনের সত্য কারণ ৭৫ বছর পরও আমরা এসসি এবং এসটিদের যোগ্যতার সমান স্তরে আনতে পারছি না। এন্ট্রি লেভেলে তাদের ভর্তি করা হয়, এরপর আর কোনও সংরক্ষণ নেই,” আদালত বলেন,আপনার প্রভুদের সময় এসেছে এসসি, এসটি এবং ওবিসির জন্য শূন্যপদ পূরণের নির্দিষ্ট ভিত্তি দেওয়ার”। বেঞ্চ অবশ্য স্পষ্ট করে দিয়েছে যে এটি ওবিসি -র বিষয় নিয়ে নয় বরং এসসি এবং এসটি – দের পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে কাজ করছে।