সন্ত্রাসবাদী হামলা চালাতেই ক্রমাগত ড্রোন ব্যবহার হচ্ছে, সতর্কবানী ডিজিপির

0
26

শ্রীনগর: গত এক মাসের বেশী সময় ধরে জম্মু-কাশ্মীরে বেড়েছে ড্রোনের হানা। পাক জঙ্গিরা ফের নিশানায় রাখছে ভারতীয় সেনাদের। গত ২৭ জুন দেশে প্রথম ড্রোনের ব্যবহার হয়েছে দু’টি উন্নত বিস্ফোরক ডিভাইস (আইইডি) ফেলতে। তারপর থেকেই উপত্যকায় সতর্ক হয়েছে সেনা। জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং সোমবার এই বিষয়ে সতর্ক করে জানিয়েছেন সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য ড্রোন ব্যবহার করার চেষ্টা প্রতিনিয়ত।

কাশ্মীরে সেনা কর্তাদের অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশনা দিয়ে ডিজিপি বলেছেন যে, সমস্ত সন্দেহজনক উপাদান ও তাদের প্রচেষ্টা ব্যর্থ করতে তদারকি করা উচিত। দিলবাগ সিং অফিসারদেরকে মাদক পাচার রোধে ব্যবস্থাগুলির দিকে বিশেষ নজর দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। কারণ এই মাদক পাচার থেকে উপার্জিত অর্থ জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদী দলগুলিকে সন্ত্রাসবাদের মদত দেওয়ার পিছনে আর্থিক তহবিল হিসাবে ব্যবহার করা হচ্ছে। ডিজিপি বলেছেন, “সন্ত্রাসবাদী সংগঠনগুলি ক্রমাগত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ড্রোন ব্যবহার করার চেষ্টা করছে।”

- Advertisement -

আরও পড়ুন- সেনা-তালিবান সংঘর্ষের মধ্যে ভারত সফরে আসছেন আফগান সেনাপ্রধান

আইএএফ স্টেশন হামলার পিছনে পাক সন্ত্রাসবাদী লস্কর গোষ্ঠীকে সন্দেহ করা হচ্ছে। ডিজিপি সোমবার সুরক্ষার পরিস্থিতি পর্যালোচনা করতে তিনি জম্মুর পুলিশ সদর দফতরে একটি উচ্চ-স্তরের যৌথ সুরক্ষা বৈঠকের সভাপতিত্ব করেছিলেন বলেই কর্মকর্তারা জানিয়েছেন। জনগণের সুরক্ষার জন্য তিনি নিজ নিজ এলাকায় সুরক্ষা ব্যবস্থাগুলি আরও শক্তিশালী করার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। কাশ্মীরে বসানো হয়েছে ড্রোন শনাক্তকারী র‍্যাডার। তাতে ধরা পড়েছে বহু ড্রোনের উপস্থিতিও।

কাশ্মীরের ডজপ সুরক্ষা চ্যালেঞ্জগুলি মোকাবিলায় জম্মু-কাশ্মীর পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলির মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। বিশেষ করে সীমান্ত অঞ্চল এবং পার্বত্য অঞ্চলে যে কোনও অনুপ্রবেশের চেষ্টা রুখতে উচ্চ সতর্কতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তিনি।