ভ্যাকসিন নিলে তবেই মিলবে বেতন, নয়া নির্দেশ জারি

0
35

খাসখবর ডেস্ক: দেশের নাগরিককে টিকার অন্তর্ভুক্ত করা একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। কখনও টিকা নিলে মিলবে ছুটি, বা এক মাসের বেতন অগ্রিম দেবে সরকার কিংবা ভ্যাকসিন নিলে মিলবে অন্যদেশে ঘুরতে যাওয়ার টিকিট। তবে এবার ভ্যাকসিন গ্রহণে করা পদক্ষেপ নিল প্রশাসন।

ভ্যাকসিন নিলে তবেই মিলবে বেতন, নয়া নির্দেশ জারি করেছে প্রশাসন। অর্থাৎ বেশ হুঁশিয়ারি সঙ্গেই নাগাল্যান্ড প্রশাসন ঘোষণা করেছে যে, ভ্যাকসিন না নিলে এবার থেকে সরকারি কর্মীদের দেওয়া হবে না বেতন। নাগাল্যান্ডের জনস্বাস্থ্য এবং সুরক্ষা বিভাগের প্রধান সচিব জে আলম এই নির্দেশ দিয়েছেন।

- Advertisement -

প্রশাসন পক্ষ থেকে সরকারি কর্মীদের বলা হয়েছে শ্রীঘ্রই ভ্যাকসিন নিতে বলা হয়েছে। আর নাহলে প্রতি ১৫ দিন অন্তর অন্তর তাদেরকে নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। না হলে ঢোকা যাবে না অফিসে। দেশে করোনার দাপট কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

জানা গিয়েছে, আপাতত একটি টিকা অথবা নেগেটিভ রিপোর্টের প্রমাণপত্র জমা দিতে হবে রাজ্যের সচিবালয়। না হলে এই মাসের বেতন পাবেন না তারা। এত সঙ্গে অফিসেও ঢোকা যাবে না কর্মীদের। যতদিন তারা এই সার্টিফিকেট জমা দিতে পারবেন, ততদিনের বেতন কাটা যাবে তাদের স্যালারি থেকে কাটা যাবে বলে জানিয়েছে প্রশাসন।