নিজের ইসলাম বিরুদ্ধ কাজ ঢাকতেই মুসলিম তোষণ করেন হাসিনা: তসলিমা

0
296

নয়াদিল্লি: নিজের দেশ বাংলাদেশে ধর্মপ্রাণ ব্যক্তিদের কীর্তি নিয়ে বরাবরই সরব হতে দেখা গিয়েছে লেখিকা তসলিমা নাসরিনকে। যার কারণে জন্মভূমি ছারতে হয়েছিল তাঁকে। যদিও নিজের অবস্থান থেকে একচুলও নড়ছেন না তসলিমা। সেই ধারা বজায় রেখেই এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন লজ্জার লেখিকা।

আরও পড়ুন- জিহাদিস্তান হয়ে গিয়েছে বাংলাদেশ, দাবি তসলিমার

- Advertisement -

নিজে ভয়ানক ইসলাম বিদ্বেষী কাজ করেছেন চলেছেন বাংলাদেশের পধানমন্ত্রী শেখ হাসিনা। সেই পাপ ঢাকতেই মুসলিমদের তোষণ করে চলেছেন তিনি। এমনই দাবি করেছেন লেখিকা তসলিমা নাসরিন। বাংলাদেশের মাটিতে ইসলামিক মৌলবাদীদের বাড়বাড়ন্তের জন্য হাসিনাকেই কাঠগড়ায় তুলেছেন ওই দেশের নির্বাসিত লেখিকা। নিজের এই দাবির স্বপক্ষে জোরাল যুক্তিও দিয়েছেন তসলিমা।

লেখিকা তসলিমা নাসরিনের মতে, “বাংলাদেশে ইসলামী মৌলবাদীদের বিস্তারলাভে সাহায্য করছেন হাসিনা। ওই সকল ব্যক্তিদের সকল দাবি মেনে নিয়েছেন একটাই শর্তে। যাতে তাঁরা কখনই মহিলা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন শুরু না করে।” মহিলাদের নেতৃত্ব দেওয়াকে সমর্থন করে না ইসলাম। আর শেখ হাসিনা মহিলা হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হয়ে রয়েছেন। যা প্রবলভাবে ইসলামবিরুদ্ধ।

আরও পড়ুন- ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের কারণেই উত্থান আসাদুদ্দিনের, দাবি তসলিমার

হাসিনার প্রতি তসলিমার এ হেন আক্রমণের পিছনে রয়েছে অন্য ঘটনা। সিঙ্গাপুর থেকে ১৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। ওই সকল ব্যক্তি ফ্রান্সের মাটিতে ঘটতে থাকা ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। সেই কারণেই ওই সকল ব্যক্তিকে সিঙ্গাপুর থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে।

ওই সকল বাংলাদেশি নাগরিককে জঙ্গিদের সমর্থক বলে আক্রমণ করেছেন তসলিমা। সেই সঙ্গে সমগ্র ঘটনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন তলসিমা নাসরিন। তিনি বলেছেন, “কাওমি মাদ্রাসা খুলে শেখানে মাস্টার ডিগ্রির সমতুল শিক্ষাদানের ব্যবস্থা করেছিলেন হাসিনা। এবার সিঙ্গাপুর থেকে বিতাড়িত ওই শ্রমিকদের কী হাসিনা তাঁর নির্মাণ করা ৫৬০টি মডেল মাদ্রাসায় পাঠানো হবে? যাতে সম্পূর্ণরূপে জঙ্গি হতে পারে!”