কৃষ্ণনগরে দলীয় গোষ্ঠী কোন্দলে অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব

0
127

নিজস্ব সংবাদদাতা, নদিয়া: বিজেপির দুই গোষ্ঠী কোন্দলে অস্বস্তিতে পড়ল কৃষ্ণনগরের দলীয় নেতৃত্ব। জেলার বিভিন্ন ব্লকের সাতজন উত্তরের মন্ডল সভাপতি পরিবর্তন করাকে কেন্দ্র করে জেলায় বিজেপির কোন্দল প্রকাশ্যে চলে এল।

বৃহস্পতিবার কৃষ্ণনগর দলীয় কার্যালয়ের সামনে একই দলের দুই গোষ্ঠী নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ায় চরম অস্বস্তিতে দলীয় নেতৃত্ব। জানা গিয়েছে, সম্প্রতি বিজেপির নদিয়া জেলার সাংগঠনিক মন্ডল সভাপতি পদ রদবদল করেছে জেলা নেতৃত্ব। আর এই পরিবর্তন মেনে নিতে পারেননি তেহট্ট, নবদ্বীপ ব্লকের বিজেপির অসংখ্য কর্মী।

- Advertisement -

সাংগঠনিক রদবদলের পর থেকেই ফুঁসছিল বেশকিছু দলীয় কর্মী। তারই প্রতিবাদে নদিয়া জেলা উত্তরের দলীয় সভাপতি পরিবর্তন করার দাবিতে বিজেপির অন্তঃকলহ চলে এল একেবারে প্রকাশ্যে। বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড় সংলগ্ন বিজেপির নদিয়া উত্তরের দলীয় কার্যালয়ের সামনে  জেলা উত্তরের সাংগঠনিক সভাপতি আশুতোষ পালের উপস্থিতিতে, মন্ডল সভাপতি পদ নির্বাচন ও সহ-সভাপতি পরিবর্তনের দাবিতে বিজেপির কর্মী-সমর্থকদের দুটি গোষ্ঠীর মধ্যে ব্যাপক কথাকাটি এবং পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

যার ফলে ওই এলাকায় সাময়িকভাবে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ, বর্তমান জেলা সভাপতি তৃণমূলের সাথে পারস্পরিক সম্পর্ক রেখে দলীয় কর্মকাণ্ড চালাচ্ছেন। পাশাপাশি অযোগ্য ব্যক্তিদের মণ্ডল সভাপতির পদে বসিয়ে আক্ষরিকভাবে তৃণমুলকেই রাজনৈতিকভাবে সুবিধা পাইয়ে দিচ্ছেন।

অভিযোগ, এদিন দলীয় কার্যালয়ের ভেতরে বর্তমান সভাপতির ওপর চড়াও হয়ে তাকে শারীরিক নিগ্রহ করারও অভিযোগও ওঠে বিজেপির দলীয় কর্মী-সমর্থকদের একাংশের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে নদীয়ার ভীমপুর আশাননগরে একটি দলীয় অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য সভাপতি আশাননগরের অনুষ্ঠান সেরে কৃষ্ণনগরে আসার আগের মুহূর্তেই জেলা বিজেপি কর্মীদের অন্তঃকলহ প্রকাশ্যে চলে আসার ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব।