বিশ্ববিদ্যালয় চত্বরে আচমকা গুলি, ৮ জনের প্রাণ কাড়ল পড়ুয়া

0
35

খাস খবর ডেস্ক: সোমবারের সকাল, স্বাভাবিকভাবেই আর পাঁচটা দিনের মতো পঠনপাঠন শুরু হচ্ছিল বিশ্ববিদ্যালয়ে। আর সেই সময়ই কিনা গুলির শব্দ৷ একবার নয়, অঝোরে, একাধিকবার! আর এতেই কিনা মৃত্যু হল আটজনের। রাশিয়ার পার্ম বিশ্ববিদ্যালয়ে এই হামলার ঘটনায় স্তম্ভিত গোটাবিশ্ব।

কী ঘটেছে? এক কথায় বলা যায়, এক পড়ুয়া আচমকাই সোমবার সকালে গুলি ছুঁড়তে শুরু করে। যার ফলে মারা যান মোট আট ব্যক্তি। তদন্তকারীদের মতে, চলতি বছরে রাশিয়ার বুকে এটা দ্বিতীয় ভয়ঙ্করতম হামলা। তদন্তকারী কমিটি জানিয়েছে, আটজনকে হত্যা করার পাশাপাশি বহু ব্যক্তি আহত হয়েছেন ওই এলোপাথাড়ি গুলিতে। সেখানে উপস্থিত পুলিশের পালটা জবাবে আহত হয়েছে মূল অভিযুক্ত।

- Advertisement -

আরও পড়ুন: বিজেপির অভিসন্ধি প্রকাশ্যে আসায় খারিজ হয়ে গেল অনাস্থা প্রস্তাব

ভ্লাদিমির পুতিনের আপন দেশে অস্ত্র সংক্রান্ত আইন কানুন বড্ড কড়া। সেখানে সহজে আগ্নেয়াস্ত্র কিনতে পাওয়া যায় না। তাই বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়গুলিও অন্যান্য দেশের তুলনায় অনেকটাই সুরক্ষিত। এমন অবস্থায় রাশিয়ায় এই ঘটনা চমকে দেওয়ার মতো, আশঙ্কাজনকও বটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, হেলমেট পরে কালো পোশাকেই বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকেছিল আততায়ী। হাতে ছিল অস্ত্র। সে গুলি ছুঁড়তে আরম্ভ করাতেই আতঙ্কিত হয়ে পড়ে সবাই।