ব্রডকে আরো একবার ছয় ছক্কা, ভিডিও পোস্ট করে ডারবানের স্মৃতি ফেরালেন যুবি

0
53

খাস খবর ডেস্ক: “And he puts it away… Has it? Yes! into the crowd….”

কাউজ’ কর্ণার, স্কোয়ার লেগ, লং অফ, ব্যাকওয়ার্ড পয়েন্ট, মিড উইকেট, কাউজ’ কর্ণার! ৬,৬,৬,৬,৬ এবং ৬! এক ওভারে ছটি ছক্কা। মাত্র ১২ বলেই অর্ধশতরান। ২০০৭ য়ের ১৯ সেপ্টেম্বর কোনোভাবেই রেয়াত পাননি স্টুয়ার্ড ব্রড। মাত্র মাসখানেক আগেই ডিমিট্রি মাসকারেনহাস তাঁকে এক ওভারে ৫টি ছক্কা মেরেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ডু অর ডাই ম্যাচে মারকারেনহাস সহ গোটা ইংল্যান্ড দলকে সুদে-আসলে সবটা ফিরিয়ে দেন যুবরাজ সিং।

- Advertisement -

আরও পড়ুন: বঙ্গক্রিকেটে শোকের ছায়া, চলে গেলেন মনোজ-দিন্দাদের সতীর্থ

সেই ঘটনার ১৪ বছর পূর্তি হল রবিবার। এদিন সোশ্যাল মিডিয়ায় যুবি একটি বিশেষ ভিডিও শেয়ার করেন। তাতে অবশ্য তাঁকে ২০১১ বিশ্বকাপের জার্সি গায়ে দেখা যাচ্ছে। কিন্তু ফিরিয়ে এনেছেন ডারবানের স্মৃতি। কীভাবে? সেদিনের গোটা ঘটনাই অভিনয়ের মাধ্যমে ভিডিওতে ফুটিয়ে তুলেছেন যুবি। ইনিংসে বাকি ৪ ওভার। এমন অবস্থায় নামা থেকে ছয় ছক্কা পর্যন্ত পুরোটাই অভিনয় করে দেখান তিনি। এমনকি শুধু নিজের ভূমিকাতে নয়! ‘পাঞ্জাব কা পুত্তর’ প্রতিপক্ষের একাধিক ক্রিকেটারকেও নকল করেছেন।

যে কারণে পোস্টের শিরোনামে ভক্তদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন,” কেমন লেগেছে আমার অভিনয়?” বলিউডে তিনি সুযোগ পেতে পারেন কিনাও জিজ্ঞেস করেন। এরপরই স্টুয়ার্ড ব্রডকে ট্যাগ করে লেখেন, “এটা শুধুমাত্র মজার জন্য, বন্ধু।” ব্রডের ওভারের আগে সেদিন অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন যুবরাজ। ফ্লিনটফের ঝাল তিনি ব্রডের ওপর মেটান। এমনটাই মনে করে ক্রিকেটমহল। এদিন সেই ফ্লিনটফের নামেও হ্যাশট্যাগ দেন যুবরাজ।

টেস্টে স্টুয়ার্ট ব্রড আজ ৫০০ উইকেট ক্লাবের অন্যতম মুখ। ডারবানের সেই রাতে তাঁকে ক্লাবস্তরে নামিয়ে এনেছিলেন যুবি। এক ওভারে ছয় ছক্কার পাশাপাশি মাত্র ১২ বলেই হাফ সেঞ্চুরি করে ফেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে আজও রেকর্ড তা।