স্টেরয়েডের মাত্রাতিরিক্ত ব্যবহার ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বৃদ্ধির কারণ হয়ে উঠেছে: নীতি আয়োগ

করোনা মহামারির মধ্যেই মাথাচাড়া দিয়েছে কালো ছত্রাকের সংক্রমণ৷ বিশেষ করে করোনা রোগীদের মধ্যে এই সংক্রমণ প্রবল হয়ে দেখা দিচ্ছে৷

0
5696

নয়াদিল্লি: করোনা মহামারির মধ্যেই মাথাচাড়া দিয়েছে কালো ছত্রাকের (Black Fungus) সংক্রমণ৷ বিশেষ করে করোনা রোগীদের মধ্যে এই সংক্রমণ প্রবল হয়ে দেখা দিচ্ছে৷ বিশেষত যে রোগীদের স্টেরয়েড (Steroids) দিতে হচ্ছে তাঁদের সংক্রমণ চট করে ধরে যাচ্ছে৷ কালো ছত্রাকের সংক্রমণ বৃদ্ধির জন্য এবার স্টেরয়েডের মাত্রাতিরিক্ত ব্যবহারকেই দায়ী করল কেন্দ্র৷

কেন্দ্রের নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডক্টর ভি কে পল শনিবার সাংবাদিকদেক জানান, করোনা চিকিৎসায় স্টেরয়েডের যথেচ্ছ এবং অনিয়ন্ত্রিত ব্যবহার কালো ছত্রাকের সংক্রমণ বাড়িয়ে তুলেছে৷ তিনি বলেন, ‘‘জীবন বাঁচানোর ক্ষেত্রে স্টেরয়েড জাদুর মতো কাজ করে৷ কিন্তু কোভিড রোগীদের ক্ষেত্রে এই স্টেরয়েডের মাত্রাতিরিক্ত ডোজ এবং প্রয়োজন না হওয়া সত্ত্বেও এটি বারবার ব্যবহার করা হচ্ছে৷ যা কোভিড চিকিৎসার ক্ষেত্রে অপ্রয়োজনীয় এবং উপযোগী নয়৷’’

- Advertisement -

তিনি জানান, চিকিৎসকদের উচিৎ কোভিড চিকিৎসায় স্টেরয়েডের ডোজ সঠিক সময়ে এবং সঠিক মাত্রায় ব্যবহার করা৷ তাঁর সংযোজন, ‘‘যখন অত্যধিক ডোজ দেওয়া হয় তখন তার নেতিবাচক প্রভাব রোগীর উপর পরে৷ সেই নেতিবাচক প্রভাবই কালো ছত্রাক রূপে প্রকাশ পাচ্ছে৷’’ এখন প্রশ্ন উঠছে, তাহলে কি কোভিড চিকিৎসায় স্টেরয়েডের ব্যবহার বন্ধ করে দেবে চিকিৎসকরা? নীতি আয়োগের সদস্যের উত্তর, ‘না’৷ বি কে পল বলেন, ‘‘অসুস্থতা সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠতে সাহায্য করে স্টেরয়েড৷ কিন্তু এর মাত্রাতিরিক্ত ব্যবহার রোগীদের কালো ছত্রাকের মুখে ঠেলে দিচ্ছে৷’’

উল্লেখ্য, স্টেরয়েড হল মানুষের তৈরি একধরনের রাসায়নিক যা হরমোনের মতো কাজ করে৷ শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা ফিরিয়ে আনার জন্য স্টেরয়েডের ব্যবহার করতে হয় চিকিৎসকদের৷ এটি ট্যাবলেট, সিরাম, ইঞ্জেকশন, ক্রিম-ইত্যাদি নানা রকমের হয়৷ রোগীর শারীরিক অবস্থা বুঝে স্টেরয়েড থেরাপি করেন চিকিৎসকরা৷ করোনা রোগীদের স্টেরয়েড দেওয়ার নির্দিষ্ট মাত্রা আছে৷ কিন্তু অধিকাংশ বিশেষজ্ঞদের মতে, করোনা চিকিৎসায় স্টেরয়েডের ডোজ মাত্রা ছাড়াচ্ছে৷ ফলে নানা রকম জটিল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে৷ যার অন্যতম ব্ল্যাক ফাঙ্গাস৷