সীমান্ত সংঘর্ষ নিয়ে চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে টেলি-বৈঠক জয়শংকরের

0
253

নয়াদিল্লি: লাদাখ সীমান্তে চিনা হামলার জেরে প্রাণ হারিয়েছেন বহু ভারতীয় সেনা জওয়ান। এই অবস্থায় চিনকে পালটা জবাব দেওয়ার পরিকল্পনা করছে ভারত। লাদাখ পরিস্থিতি নিয়ে এবার সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে আরও খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকার আবেদন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এর মধ্যেই চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

ইন্দো-চিন সীমান্তের অবস্থা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে সারা দেশে। পাশাপাশি সংঘর্ষে জওয়ানদের মৃত্যু নিয়েও পাল্টা প্রতিবাদের সুর উঠছে সর্বস্তরে। এহেন পরিস্থিতিতেই টেলিফোনে বৈঠক করলেন দুই দেশের বিদেশমন্ত্রী। চিনের বিদেশম্নত্রী ওয়াং ই এদিন জানিয়েছেন, দুই দেশের শীর্ষ নেতাদের গৃহীত প্রস্তাবনা মেনেই দুই রাষ্ট্রের চলা উচিত।

- Advertisement -

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যেই রণকৌশল স্থির করতে সেনা প্রধান বিপিন রাওয়াত এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। সেই তিন সেনা প্রধানদের নির্দেশ দিয়েছেন যে কোনও মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। আবার ইন্দো-চিন সীমান্ত এলাকার অবস্থা নিয়ে আলোচনা করতে নরেন্দ্র মোদী একটি সর্বদলীয় মিটিং ডেকেছেন ১৯ জুন বিকাল ৫টায়। জানানো হয়েছে, দেশের সমস্ত রাজনৈতিক দলের সভাপতিরা এই ভার্চুয়াল মিটিং-এ অংশ নেবেন।

প্রসঙ্গত, সোমবার রাতের দিকে লাদাখ সীমান্তে সংঘর্ষে লিপ্ত হয় ভারত-চিন সেনা। সেই সময়েই প্রাণ হারান তিন ভারতীয় জওয়ান। একই সঙ্গে পাঁচ জন চিনা সেনার মৃত্যু ঘটে। বিষয়টি প্রকাশ্যে আসে মঙ্গলবার দুপুরের দিকে। এদিন দুপুরের পর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হতে থাকে সেই খবর। যদিও পরে জানা যায় যে হতাহতের সংখ্যা আরও বেশি। ভারতের ২৩ জন এবং চিনের কমপক্ষে ৪৫ জন জওয়ানের প্রাণ গিয়েছে।