উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ‘সুরক্ষা বিধি’ তৈরি করতে বৈঠক জেলা প্রশাসনের

0
251

নিজস্ব সংবাদদাতা, মালদহ: করোনার প্রভাবে বাংলায় মাঝ পথে বন্ধ হয়ে যায় উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ এরপর একবার ঘোষণা করা হয় পরীক্ষার দিন৷ কিন্তু করোনার বাড়বাড়ন্ত থাকায় তা পিছিয়ে দেওয়া হয়৷ ফের শিক্ষামন্ত্রী জুলাই মাসের ২, ৬ ও ৮ তারিখ দিন ঘোষণা করেন৷

উচ্চমাধ্যমিকের দিন ঘোষণার পর পরীক্ষা হবে এই ভেবে প্রস্তুতি শুরু করল চাচল ১ নং ব্লক প্রশাসন। করোনা ভাইরাস রুখতে নির্দিষ্ট গাইডলাইন মেনে কিভাবে পরীক্ষার্থীরা বাকি পরীক্ষাগুলো নির্বিঘ্নে দেবেন তা নিয়ে বুধবার দুপুরে প্রশাসনিক বৈঠক হয় চাচল ১ নং ব্লকের সদ্ভাব ভবনে।

- Advertisement -

আরও পড়ুন: স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মেদিনীপুরে

এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন চাঁচল ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিরন ভট্টাচার্য, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিরন ভট্টাচার্য, চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ, দমকল আধিকারিক রতন কুমার সিংহ, ব্লক স্বাস্থ্য আধিকারিক আফতাব আলম সহ চাঁচল ১ ও ২ নং ব্লকের দশটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিরা।

মূলত যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেগুলি হল, পরীক্ষা কেন্দ্রগুলোকে স্যানিটাইজ করা, পরীক্ষার্থীদের মধ্যে পারস্পরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। পাশাপাশি যেগুলো স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছিল সেগুলি দমকলের দ্বারা পরীক্ষার আগে বিশুদ্ধকরণ করা হবে। সেই সঙ্গে এই দিনের এই বৈঠকে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো এবং বাড়ি ফেরার প্রসঙ্গে আলোচনা হয়৷