‘Monkeypox ভ্যাকসিনের জন্য গবেষণা চলছে’, বড় খবর দিলেন সেরামের প্রতিষ্ঠাতা

0
27

খাস ডেস্ক:ভারতে মাঙ্কিপক্সে (Monkeypox) একজনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেই আতঙ্ক বেড়েছে দেশজুড়ে। করোনার পর এবার নতুন করে ভয় দেখাচ্ছে মাঙ্কিপক্স। রীতিমত ভয়াবহ রূপ ধারণ করেছে এই রোগ। এই পরিস্থিতিতে বড় খবর দিলেন সেরামের প্রতিষ্ঠাতা আদর পুনাওয়ালা।

এদিন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়ার সঙ্গে বৈঠকের পরই সেরামের প্রতিষ্ঠাতা আদর পুনাওয়ালা বলেন, “মাঙ্কিপক্স ভ্যাকসিনের জন্য গবেষণা চলছে। খুব শীঘ্রই আমরা এই রোগের ভ্যাকসিন খুঁজে বের করতে পারব।”

- Advertisement -

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়ার সঙ্গে বৈঠকের পর আদর পুনাওয়ালা তিনি আরও বলেন, “আমার মিটিং বরাবরের মতোই ভালোই হয়েছে। ভ্যাকসিনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। আমি এবিষয়ে মন্ত্রীকে সমস্তটা জানিয়েছি। আমরা মাঙ্কিপক্সের ভ্যাকসিন নিয়ে গবেষণা করছি।”

উল্লেখ্য, কেরলে মাঙ্কিপক্সের (Monkeypox) একটি নতুন কেস রিপোর্ট করা হয়েছে। ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ভারতে ফিরে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে্ন। এটাই কেরলে ভাইরাল রোগের পঞ্চম এবং দেশে এখনও পর্যন্ত সপ্তম ঘটনা। জানিয়ে রাখা ভাল, মাঙ্কিপক্স নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র সরকার নির্দেশিকা জারি করেছে এবং পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখছে বলেই জানানো হয়েছে।