কেন্দ্রীয় প্রতিমন্ত্রী-সহ তিন বিজেপি নেতার বিরুদ্ধে FIR এর নির্দেশ হাইকোর্টের

0
124

নয়াদিল্লি: উস্কানিমূলক মন্তব্যের জন্য তিন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল দিল্লি আদালত৷ ওই তিন বিজেপি নেতার মধ্যে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী৷ তিনি হলেন অনুরাগ ঠাকুর৷ বাকি দুই বিজেপি নেতা প্রবীশ ভার্মা এবং কপিল মিশ্রার বিরুদ্ধেও একই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি আদালত৷

তবে শুধু ওই তিন বিজেপি নেতাই নয়, দিল্লির হিংসার জন্য যারাই উস্কানিমূলক মন্তব্য করে ইন্ধন জুগিয়েছে তাদের সবার বিরুদ্ধে এফআইআর করতে হবে৷ হাইকোর্টের বিচারপতি এস মুরলীধর বলেন, ‘‘এই নির্দেশ শুধুমাত্র ওই তিন বিজেপি নেতার বিরুদ্ধে নয়৷ যারা উস্কানিমূলক মন্তব্য করবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে একই ব্যবস্থা নিতে হবে৷’’ এফআইআর দায়েরের ব্যাপারে কোনও রকম দেরি করা চলবে না৷ এব্যাপারে সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবারের মধ্যে আদালতের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে দিল্লি পুলিশকে৷

- Advertisement -

সিএএ নিয়ে বিরোধকে কেন্দ্র করে জ্বলছে উত্তর-পূর্ব দিল্লির৷ চারদিন রাজধানীর একটি অংশে অগ্নিগর্ভ পরিস্থিতি৷ হিংসাত্মক ঘটনায় মারা গিয়েছেন ২৪ জন৷ কার্ফু, ১৪৪ ধারা উপেক্ষা করেই চলছে ইটবৃষ্টি৷ এদিকে দিল্লির এই অবস্থার জন্য যারা দায়ী তাদের গ্রেফতার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন এক সমাজকর্মী৷

সেই পিটিশনের শুনানির সময় দিল্লি পুলিশকে তিরস্কার করেন বিচারপতি এস মুরলীধর এবং বিচারপতি অনুপ জে ভামভানির ডিভিশন বেঞ্চ৷ জানায়, অগ্নিসংযোগের ঘটনার জন্য এফআইআর দায়ের হয়েছে৷ কিন্তু উস্কানিমূলক মন্তব্যের জন্য কেন এফআইআর দায়ের করা গেল না? অভিযোগ নিতে যত দেরি হবে, তত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে৷

এই পিটিশনের শুনানির সময় ১৯৮৪-র শিখ দাঙ্গার প্রসঙ্গ টেনে আনেন বিচারপতিরা৷ বলেন, ‘‘শিখ দাঙ্গার পুনরাবৃত্তি হোক আমরা সেটা চাই না৷’’ পরিস্থিতি যাতে সেদিকে না গড়ায় আদালত প্রশাসনকে সবসময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছে৷