আপাতত শ্রীঘরেই থাকছেন শিল্পাপতি রাজ, আবেদন খারিজ করল আদালত

0
450

খাস খবর ডেস্ক: মুম্বইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছিলেন রাজ কুন্দ্রা এবং রায়ান থর্প। সেশন কোর্টে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদনও করেছিলেন তাঁরা৷ তবে সেই আবেদন ধোপে টিকল না, যার ফলে আপাতত বাড়ি ফেরা হচ্ছে না রাজের। মুম্বইয়ের আর্থার রোড জেলেই থাকতে হচ্ছে শিল্পাপতি রাজকে।

আরও পড়ুন, ৫০ শতাংশের বেশি যাত্রী নিলেই কড়া শাস্তি, ফরমান জারি ফিরহাদের

- Advertisement -

পর্নোগ্রাফি ভিডিও তৈরির সঙ্গে জড়িত থাকার জন্য এবং তা অ্যাপ মারফত ছড়িয়ে দিতেন রাজ৷ এই অভিযোগেই গত ১৯ জুলাই তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ৷ এর ঠিক একদিন বাদেই রাজের আইনজীবী দাবি করেন যে তাঁর মক্কেল ভারতীয় নন, ব্রিটিশ নাগরিক। তাই তাঁর গ্রেফতারি অবৈধ৷ সেই আবেদনই এবার খারিজ করে দিল বম্বে হাইকোর্ট।

এদিকে ২৭ জুলাই ম্যাজিস্ট্রেট কোর্টের নির্দেশে রাজ কুন্দ্রা এবং রায়ান থর্প ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। আজ তাঁর আইনজীবীর আবেদন খারিজ হয়ে যাওয়ায় বিচারবিভাগীয় হেফাজত থেকে আর ছাড়া পাওয়া হচ্ছে না তাঁর।

এর আগে আদালতে রাজের সাফাইতে একাধিক দাবি করেছেন তাঁর আইনজীবী৷ কখনও বলেছেন রাজ পর্নোগ্রাফি ভিডিও বানাতেন না। কারণ, সবকিছু প্রকাশ্যে উন্মুক্ত করে না দেখালে তা পর্নোগ্রাফি হতে পারে না। গত ২ অগাস্ট এই সংক্রান্ত শুনানি হয়েছিল বোম্বে হাইকোর্টে। বিচারপতি দুই পক্ষের আইনজীবীর কথা শুনেই এর রায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। সেদিন রাজ কুন্দ্রার আইনজীবী দাবি করেছিলেন, সিআরপিসি ৪১(এ) নোটিশ দেওয়া হয়নি তাঁকে। তাই এই গ্রেফতারি অবৈধ৷ যদিও এই দাবি খারিজ করেছিল মুম্বই পুলিশ৷

আরও পড়ুন, টেস্ট দলে ফিরেই অনবদ্য ৮৪, অলস ঔদ্ধত্যের অপর নাম রাহুল

অপরদিকে সরকারি পক্ষের আইনজীবীর আবার দাবি, অভিযোগ সংক্রান্ত তথ্য প্রমাণ লোপাট করছিলেন রাজ কুন্দ্রা। তাই তড়িঘড়ি গ্রেফতার করতে বাধ্য হয়েছে প্রশাসন।