সাংসদ পদ খারিজের পর প্রথম সাংবাদিক সম্মেলন করতে চলেছেন Rahul Gandhi, তাকিয়ে গোটা রাজনৈতিক মহল

0
33
rahul gandhi

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবী নিয়ে মন্তব্য করে বেজায় ফেঁসেছেন প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী। ২ বছরের জেলের সাজা ঘোষণার পরেই  সংসদের সচিবালয় সনিয়া পুত্রের সাংসদপদ খারিজ করে দিয়েছে। যা নিয়েই গোটা দেশের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। দেশের সমস্ত প্রান্তে কান পাতলেই শোনা যাচ্ছে  রাগার প্রসঙ্গ। এই আবহেই আজ সনবার দুপুরে মুখ খুলবেন রাহুল গান্ধী। কি বলবেন তিনি সেই দিকে নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের।

আজ শনিবার  দুপুর ১ টায় একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সে যোগ দেবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং ছত্তিশগড়ের  মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল । মানহানির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর শুক্রবার লোকসভার সাংসদ হিসাবে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়। সাংসদ পদ খারিজের পরেই তাঁর ওয়ানাড আসনটিও খালি হয়ে যায়। এমনকি এটাও জানানো হয়েছে যে সুরাট আদালতের রায় যদি বহাল থাকে তবে তিনি আগামী ৮ বছর কোনও নির্বাচনে লড়াই করতে পারবেন না। তবে সুরাট আদালত সাজা ঘোষণার পরেই ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন রাগা।

- Advertisement -

উল্লেখ্য, রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা করায় ওয়ানাডে “কালো দিবস” পালন করবে কংগ্রেস। কেরলের   বিরোধী দলের নেতা ভিডি সতীসান বলেছিলেন যে  রাহুল গান্ধীর বিরুদ্ধে  নেওয়া পদক্ষেপ “তাড়াতাড়ি এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত”। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সংসদ সদস্য হিসাবে অযোগ্য ঘোষণার পরে  কেরলের ওয়ানাড লোকসভা কেন্দ্রে সেপ্টেম্বরের মধ্যে উপনির্বাচন হতে পারে বলেও খবর মিলেছে।