ভারত জোড়ো যাত্রা থামাতে কেন্দ্রের অজুহাত ‘কোভিড ১৯’, মন্তব্য রাহুলের

0
40
Rahul Gandhi

নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মন্ডাভিয়া কোভিড ১৯ এর কারণে ভারত জোড়ো যাত্রা থামানোর আর্জি জানিয়েছেন। এবার এই প্রসঙ্গেই মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul gandhi)। দলের ভারত জোড়ো যাত্রাকে আটকানোর জন্য অজুহাত সামনে আনছে কেন্দ্র। এমনুই মন্তব্য করেছেন রাহুল গান্ধী।

আরও পড়ুন Top 10 Viral Videos: কাঁচা বাদাম থেকে কিলি পল, একনজরে ২০২২ -এর ভাইরাল ভিডিও

- Advertisement -

হরিয়ানার ঘাসেরা গ্রামে জমায়েতে হাজির ছিলেন রাহুল গান্ধী(Rahul gandhi)। সেখানেই তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই যাত্রা কাশ্মীর পর্যন্ত যাবে। এখন কেন্দ্র নয়া পরিকল্পনা নিয়ে এসেছে, ‘তারা আমাকে একটি চিঠি লিখেছেন, কোভিড ১৯ ছড়াচ্ছে তাই যাত্রা থামান’। কেন্দ্রকে কটাক্ষ করে এই মর্মে তিনি আরও বলেন, ‘এখন তারা যাত্রা থামানোর জন্য নয়া ইজুহাত নিয়ে আসছে, মাস্ক পরুন, যাত্রা থামান, কোভিড ছড়াচ্ছে। এসবই অজুহাত’।

আরও পড়ুন করোনা মোকাবিলায় বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য নয়া নিয়ম, দেখে নিন এক নজরে

বুধবার, মান্ডাভিয়া রাজস্থানের তিনজন বিজেপি সাংসদ দ্বারা কোভিড -19-এর বিস্তার নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করেছেন এবং প্রোটোকল অনুসরণ না করতে পারলে গান্ধী ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে সমাবেশ স্থগিত করার বিষয়ে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। তিনি রাহুল গান্ধীর এই মন্তব্য প্রপ্সঙ্গে জানিয়েছেন, ‘ আমরা কোভিড নিয়ে কখনই রাজনীতি করিনি। আমরা কখনও তা করতেও চাই না’। অন্যদিকে রাহুল গান্ধী(Rahul gandhi) বিজেপিকে নিশানা করে বলেছেন, ‘হিন্দুস্তানের শক্তি এবং হিন্দুস্তানের সততা থেকে এরা ভয় পেয়েছে, এটাই সত্যি’।

আরও পড়ুন সঙ্গমের পরে অতিরিক্ত রক্তপাতে মৃত্যু নাবালিকার, ভয়ে পলাতক ধর্ষণে অভিযুক্ত যুবক