রাহুল গান্ধী সংসদে ক্ষমা না চাইলে সদস্য পদ হারাতে পারেন, দাবি বিজেপি সাংসদের

0
28

নয়াদিল্লি: সংসদ অধিবেশনের সময় ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে রাহুল গান্ধীর বিরুদ্ধে। আগেই এই বিষয় নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠিয়েছেন। এবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে আজ সোমবার বলেছেন কংগ্রেস নেতাকে অবশ্যই সংসদে ক্ষমা চাইতে হবে অন্যথায় তিনি লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অস্বাভাবিক মন্তব্য করার অভিযোগে লোকসভায় তাঁর আসন হারাবেন।

লোকসভার সচিবালয় রাগাকে দেওয়া নোটিশের দ্রুত জবাব তলব করার পরেই কংগ্রেস সাংসদ এই মন্তব্য করেছেন। তাকে বুধবারের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিজেপি সাংসদ বলেছেন, “স্পিকারের কাছে কোনো নোটিশ না দিয়ে, আপনি আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তুলতে পারবেন না। নোটিশে, আমরা রাহুল গান্ধীকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে স্পিকারের কাছে তাঁর দাবি (প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে মন্তব্য) সমর্থন করার জন্য প্রমাণ উপস্থাপন করতে বলেছি অথবা তাকে সংসদে ক্ষমা চাইতে হবে, এতে ব্যর্থ হলে তিনি লোকসভায় তাঁর আসন হারাবেন।” গত ৮ ফেব্রুয়ারি, নিশিকান্ত দুবে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন, বলেছিলেন মোদীকে নিয়ে রাহুল গান্ধীর করা বিবৃতিগুলি বিভ্রান্তিকর, অবমাননাকর, অশ্লীল, অসংসদীয়, অসম্মানজনক। তিনি আরও জানিয়েছিলেন যে, হাউসে এই মন্তব্যগুলি প্রধানমন্ত্রীর মর্যাদার জন্য অপরাধমূলক। চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন, “এই আচরণটি হাউস এবং এর সদস্যদের বিশেষাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং হাউসের অবমাননার একটি স্পষ্ট মামলা। আমি আপনাকে বিশেষাধিকার লঙ্ঘন এবং হাউস অবমাননার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।”

- Advertisement -

আরও পড়ুন: Aero India 2023: আগামী কয়েক বছরে বিশ্বের বৃত্ততম প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী দেশ হবে ভারত,দাবি PM Modi-র

উল্লেখ্য, গত সপ্তাহে অধিবেশন চলাকালীন আদানি ইস্যু তুলে সংসদে দাঁড়িয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দেগেছিলেন প্রাক্তন কংগ্রেস  সভাপতি রাহুল গান্ধী। আদানি ইস্যুতে গোটা দেশে ঝড় উঠেছে। সেই আহবে কংগ্রেস নেতার মন্তব্য আগুনে আরও ঘি ঢালে। তার পরেই কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রাগার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠান । কংগ্রেস সাংসদের মন্তব্য ‘অবমাননাকর’, ‘অসংসদীয়’ এবং ‘বিভ্রান্তিকর’ বলেই দাবি করেন তাঁরা। রাহুল গান্ধী তাঁর পক্ষে আগামী ১৫ তারিখ কোনও জবাব দেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।