Punjab: মুখ্যমন্ত্রী চান্নি ও দলের প্রধান সিধুর পিছিয়ে থাকাই পাঞ্জাবে কংগ্রেসের হারের ইঙ্গিত দিচ্ছে

0
38
Punjab

চণ্ডীগড়: পাঞ্জাব (Punjab)থেকে ক্ষমতা হারাতে চলছে কংগ্রেস। ভোট শেষের পরেই বুথ ফেরত সমীক্ষা এমনটাই ইঙ্গিত দিয়েছিল। ভোট গনণার শুরু থেকে এখনও পর্যন্ত যে ট্রেন্ড দেখা গিয়েছে তাতে কংগ্রেসের বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি দুটি কেন্দ্রে এবং দলের প্রধান নভজ্যোৎ সিং সিধুর পিছিয়ে থাকাই জানান দিচ্ছে পঞ্চনদের দেশে বিদায় ঘন্টা বেজে গিয়েছে।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ:  https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ:  https://www.facebook.com/khaskhobor2020

চরণজিৎ সিং চান্নি এবং নভজ্যোৎ সিং সিধুওর পিছিয়ে থাকা নিঃসন্দেহে কংগ্রেসের কাছে বড় ধাক্কা। পাঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি জয় নিশ্চিত করার জন্য শ্রী চমকৌর সাহিব (Shri Chamkaur Sahib), ভাদৌর (Bhadaur) আসন থেকে লড়াই করেছেন। ২০০৭ সাল থেকে চামকৌর সাহিবে প্রতিনিধিত্ব করছেন চরণজিৎ সিং চান্নি। বলতে গেলে, এটি তাঁর নিজের গড়। তবে এবারের নির্বাচনে চামকৌরের পাশাপাশি ভাদৌর বিধানসভা কেন্দ্র থেকেও প্রার্থী হন। কিন্তু গণনা শুরু হওয়ার পর বেলা বাড়তেই নিজের গড় সহ আরও এক আসনে পিছিয়ে যান চান্নি।

আরও পড়ুন- Punjab Election Result: পাঞ্জাবে সরকার গড়ার পথে AAP এগাল আরও একধাপ, পার করল ম্যাজিক ফিগার

পাঞ্জাবের (Punjab) প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পদত্যাগ করার পর দলীয় নেতৃত্ব চান্নিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়। দলিত ভোট টানতেই কংগ্রেস চান্নিকে বেছে নিয়েছিল বলে মনে করা হয়। কিন্তু প্রথম দলিত হিসাবে চান্নি মুখ্যমন্ত্রী হওয়ার পরেই প্রকাশ্যে আসে রাজ্য প্রধান নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে চান্নির দ্বন্দ। এটাই কি হারের পিছনের ফ্যাক্টর হিসাবে কাজ করছে তাই নিয়েই শুরু হয়েছে জর চর্চা।