নবীকে নিয়ে মন্তব্যের প্রভাব বাড়ছে ক্রমেই, প্রতিবাদে নেমে রাঁচিতে মৃত ২, আহত ১০

0
185

রাঁচি: সাসপেন্ড হওয়া বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং বহিষ্কৃত দলের নেতা নবীন জিন্দালের বিতর্কিত মন্তব্যে (prophet-remarks) কারণে জ্বলছে দেশ। হজরত মহম্মদকে নিয়ে অসম্মান জনক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। কথাও রাস্তা, রেল অবরোধ করে আবার কোথাও টায়ার জ্বালিয়ে চলছে তুমুল প্রতিবাদ। এমনকি দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে। এই সহিংস বিক্ষোভের মধ্যে পরেই মৃত্যু হয়েছে দুজনের আহত হয়েছেন আরও ১০ জন। এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচিতে। শুক্রবার রাঁচিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ লাগে। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপিত দুই নেতার বিরুদ্ধে প্রতিবাদে বাংলা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, দিল্লি একাধিক স্থানে বিক্ষোভকারীরা চড়াও হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা সহিংসতার মধ্যে রাঁচির বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। নুপুর শর্মার বক্তব্যের প্রতিবাদে, একটি মসজিদে জুমার নামাজ পালন করার পরে মানুষ রাস্তায় বেরিয়ে আসে। শুরু হয় আন্দোলন। বিক্ষুব্ধ জনতাকে থামাতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে। তাতেই আরও জটিল হয়ে ওঠে পরিস্থিতি। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবনতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রচেষ্টা ব্যর্থ হলে জেলা প্রশাসন শহরে কারফিউ জারি করে। শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

- Advertisement -

আরও পড়ুন- রাষ্ট্রপতি নির্বাচনের আগে মমতার দিল্লি সফর, জল্পনা তুঙ্গে

সিটি পুলিশ প্রধান অংশুমান কুমার জানিয়েছেন এই ঘটনায় মোট আটজন বিক্ষোভকারী এবং চার পুলিশ কর্মী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে অন্যদিকে আজ শনিবার পর্যন্ত রাঁচিতে বন্ধ ইন্টারনেট পরিষেবা। বাংলার হাওড়াতেই একই পরিস্থিতি। সংঘর্ষ রুখতে সোমবার সকাল ৬ টা পর্যন্ত সমগ্র হাওড়া জেলাজুড়েই বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। বিতর্কিত মন্তব্যের (prophet-remarks) কারণে, বিজেপির পক্ষ থেকে নুপুরকে বরখাস্ত ও নবীনকে বহিষ্কার করা হয়েছে। দিল্লি পুলিশ তাঁদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছে। তাছাড়াও সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক মন্তব্য করার জন্য এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এবং বিতর্কিত পুরোহিত ইয়াতি নরসিংহানন্দ সহ ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। কিন্তু তা সত্বেও উত্তাপ কমছে না কিছুতেই। যত সময় যাচ্ছে নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের রেশ দেশজুড়ে খুব খারাপ ভাবে ছায়া বিস্তার করছে।