Gujarat Election: ১০০ বছর বয়সেও নাগরিক কর্তব্যে অনড়, ভোট দিলেন প্রধানমন্ত্রীর মা

0
24

খাস ডেস্ক: গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। সোমবার সকাল সকাল ভোট দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ১০০ বছর বয়সে নিজের নাগরিক অধিকার প্রয়োগ করলেন মোদীর মা। এদিন গান্ধীনগর শহরের রায়সান গ্রামের একটি ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।

আরও পড়ুন: কিডনি প্রতিস্থাপনের পর ICU-তে Lalu Prasad Yadav, কেমন আছেন বাবা জানালেন ছেলে তেজস্বী

- Advertisement -

গত জুন মাসে জীবনের শতবর্ষ উদযাপন করেছেন হীরাবেহেন (Heeraben)। ভারতের প্রধানমন্ত্রীর মা হলেও স্বাভাবিক জীবনযাপন করতেই পছন্দ করেন তিনি। রায়সান গ্রামে ছোট ছেলে পঙ্কজ মোদীর সঙ্গে থাকেন তিনি। সোমবার দ্বিতীয় দফার ভোটের দিন ছোট ছেলের সঙ্গে হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে প্রবেশ করেন মোদীর মা। একইসঙ্গে এসেছিলেন তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও। রবিবার নিজের রাজ্য গুজরাটে এসে নিজের মায়ের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী।

উলেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিশান পাবলিক স্কুলের ভোটকেন্দ্রে যেতে দেখা যায়। সেখানেই উপস্থিত উৎসাহিত জনতার মধ্যে দিয়ে গিয়ে ভোটদান করেন তিনি। আর পাঁচজনের মত করেই বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি। গান্ধীনগর রাজভবন থেকে বেড়িয়ে মোদী ভোট কেন্দ্রে যান। ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী ভোট কেন্দ্রের কাছে অবস্থিত তাঁর বড় ভাই সোমাভাই মোদীর বাড়িতে চলে যান।

আরও পড়ুন: এসএসকেএম-কাণ্ডের জের: জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর