Heavy rain: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা, ওড়িশা-অন্ধ্রপ্রদেশসহ একাধিক রাজ্যে সতর্কতা জারি

ফের সোমবার নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে ক্রমশ নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। যার জেরে ডিসেম্বরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

0
306

খাস খবর ডেস্ক: একের পর এক নিম্নচাপের জেরে নাজেহাল অবস্থা দেশবাসীর। নিম্নচাপের জেরে এবছর বৃষ্টির দাপট একটু বেশি ছিল। বেশ কয়েকটি রাজ্যে বন্যাও দেখা দিয়েছিল। পাশাপাশি শত শত মানুষের ঘরবাড়ি ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে বেশ কয়েকদিন ধরে এই বৃষ্টির প্রভাব কেটেছে। কিন্তু এখানেই শেষ নয়।

ফের সোমবার নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে ক্রমশ নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। যার জেরে ডিসেম্বরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার একটি বিশাল সম্ভাবনা রয়েছে যা শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যার ফলে ওড়িশা এবং অন্ধ্র প্রদেশে ৩০শে নভেম্বর (মঙ্গলবার) থেকে ২ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।

- Advertisement -

আরও পড়ুন- Covid 19: ওমিক্রনই হয়ত মানবজাতির জন্য সবচেয়ে বড় ঝুঁকি, বলছে WHO

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ২৯ নভেম্বরের দিকে দক্ষিণ আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে একটি ঘূর্ণিঝড় সিস্টেমে পরিণত হতে পারে। যা অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমাঞ্চলকে প্রভাবিত করবে। পাশাপাশি বাংলাতেও প্রভাব পড়বে। একইসঙ্গে ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে, ৩০ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর এবং দক্ষিণ-পূর্ব সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপরে ৪০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটানা বাতাসের গতিবেগ সহ ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে। যদিও এর আগের বছরে ডিসেম্বরে কোনও ঘূর্ণিঝড়ের দেখা মেলেনি। এমন টাই টুইট করে জানিয়েছে আইএমডি।