রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে কেন রাজি নন পাওয়ার, একাধিক কারণ বলছে দিল্লির রাজনৈতিক মহল 

0
60
Sharad Pawar

নয়াদিল্লি : রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে চর্চা চলছে দিল্লির রাজনীতির অলিন্দে। বুধবারের ১৭টি বিরোধী দলের বৈঠক থেকে প্রথমে বিরোধীদের সর্বসম্মত রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে শরদ পাওয়ারের (Sharad Pawar) নাম প্রস্তাব করা হলে, তিনি তাতে রাজি হননি। 

আরও পড়ুন : ‘বুলডোজার রাজনীতি’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন গেহলট 

- Advertisement -

বৈঠকের আগে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আলাদা আলাদা ভাবে শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার প্রস্তাব দেন। তবে শরদ পাওয়ার তাঁর দলকে জানিয়েছেন, তিনি মানুষের সঙ্গেই থাকতে চান, রাষ্ট্রপতি পদের জন্য অন্য যোগ্য প্রার্থী খোঁজা হোক। কিন্তু শরদ পাওয়ারের রাষ্ট্রপতি পদপ্রার্থী না হওয়ার পিছনে একাধিক কারণ উপস্থিত করছে দিল্লির রাজনৈতিক মহল। 

আরও পড়ুন : চতুর্থ দিনেও ফের ইডির তলব রাহুলকে, দেশজুড়ে রাজভবন অভিযানে নামছে কংগ্রেস 

কোনও কোনও পক্ষের থেকে দাবি করা হচ্ছে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর রয়েছে শরদ পাওয়ারের দলের দিকে, এমনকি মহারাষ্ট্রের সমবায় দুর্নীতির মামলায় তাঁকে জেরা করতে পারে ইডি। শরদ পাওয়ারের দলের দুই নেতা নবাব মালিক এবং অনিল দেশমুখ বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারা গ্রেফতার হয়ে জেলে আছেন। উল্টোদিকে কোনও কোনও মহল থেকে এটাও দাবি করা হচ্ছে যে মহারাষ্ট্রের তিন দলের জোট সরকারের রিমোট কন্ট্রোল এখনও শরদ পাওয়ারের হাতে, যা কোনওভাবেই হাতছাড়া করতে চান না অশীতিপর বৃদ্ধ রাজনীতিবিদ। দেশের বাণিজ্যিক রাজধানী এখনও দেশের রাজনীতির রাজধানীর থেকে বেশি প্রিয় মারাঠা লৌহপুরুষের কাছে।