সকালের ময়দানের খাসখবর ১৬ জুন, ২০২২

0
51
Virat Kohli may no longer be a part of Indian T20 team

আড়াই মাস ধরে চলবে আইপিএল!

রেকর্ড ৪৮ হাজার ৩৯০ কোটি টাকাতে বিক্রি হয়েছে আইপিএলের স্বত্ব। পাঁচ বছর মেয়াদী চুক্তির ঘোষণা সামনে আসার পর আর্থিক দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিগে পরিণত হয়েছে ভারতের এই জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ। বিপুল জনপ্রিয়তা কাজে লাগিয়ে এবার তাই টুর্নামেন্টের দৈর্ঘ্য বৃদ্ধির কথা জানালো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আইপিএলের গত আসরে দলের সংখ্যা বাড়ায় ম্যাচ সংখ্যাও বেড়েছে। ফলে টুর্নামেন্টের জন্য উইন্ডোতে বাড়তি সময় বরাদ্দ চেয়েছিল বিসিসিআই। এবার সেটাই বাস্তবায়ন হতে চলেছে।

- Advertisement -

রঞ্জি ট্রফি: মনোজদের ব্যাটিংয়ে খুশি অরুণলাল।

৫ উইকেটে ৫৪ রান থেকে দিনের শেষে ৫ উইকেটে ১৯৭ রান। রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলাকে ব্যাটিং ভরাডুবি থেকে রক্ষা করলেন মনোজ তিওয়ারি এবং শাহবাজ আহমেজ। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে তাঁদের অবিচ্ছিন্ন জুটিতে দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত উঠেছে ১৪৩ রান। দলের বিপর্যয় রুখতে কার্যত দাঁতে দাঁচ চেপে লড়াই করেছেন দলের দুই ব্যাটার। তাঁদের লড়াকু ইনিংসের প্রশংসা করেছেন বাংলার কোচ অরুণলাল। দুই ছাত্রের খেলায় খুশি হলেও বাংলার কোচ জানাচ্ছেন কাজ এখনও বাকি। তাঁর মতে, প্রথম ইনিংসে এগিয়ে যেতে না পারলে মনোজ-শাহবাজের লড়াকু ইনিংসের কোনও মূল্য থাকবে না।

আইসিসি ক্রমতালিকায় বড় লাফ ঈশানের

বিশাখাপত্তনমে অর্ধশতরানের জেরে আইসিসির টি২০ ব্যাটারদের ক্রমতালিকায় বড় লাফ দিলেন ভারতীয় ওপেনার ঈশান কিশন। ৬৮ ধাপ উঠেছেন তিনি। ৬৮৯ পয়েন্ট নিয়ে তালিকায় সপ্তম স্থানে রয়েছেন ঈশান। তিনিই টি২০ ব্যাটারদের প্রথম দশে একমাত্র ভারতীয়। টি ২০ ব্যাটারদের তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। তাঁর পয়েন্ট ৮১৮। ঈশানের থেকে ১২৯ পয়েন্ট এগিয়ে তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন বাবরের ওপেনিং জুটি মহম্মদ রিজওয়ান (৭৯৪)। তিন নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম (৭৭২)। প্রথম পাঁচের বাকি দুই ব্যাটার হলেন যথাক্রমে ইংল্যান্ডের দাউইদ মালান (৭২৮) ও অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (৭১৬)।

এই বছর মোহনবাগান মাঠে হবে বইমেলা!

এই বছর মোহনবাগান দিবসের পরেই ক্লাবে হবে এই ক্রীড়া বইমেলা। ক্লাব তাঁবুতে তৈরি করা হবে ক্রীড়া লাইব্রেরি। বুধবার কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এ কথা জানিয়েছেন।

আয়ারল্যান্ড সফরে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা ভারতের, নেতৃত্বে হার্দিক

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ। ১৭ সদস্যের স্কোয়াড বেছে নিল ভারত। টি২০-তে অসাধারণ সাফল্যের পর হার্দিক পাণ্ড্যর কাঁধে তুলে দেওয়া হল নেতৃত্ব। তাঁর ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকে। জুনের ২৬ ও ২৮ তারিখে ডাবলিনে দুটি টি২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

ভারতের স্কোয়াড:
হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), ঈশান কিষাণ, রুতুরাজ গাইকোয়াড, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুড়া, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক (উইকেট কিপার), যুববেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণৌ, হর্শল প্যাটেল, অবেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক।

গ্র্যান্ড স্লাম জয়ের চেয়েও বড় সুখবর নাদালের

পয়মন্ত রোলাঁ গারোয় কদিন আগেই নিজের ১৪ তম ফ্রেঞ্চ ওপেন ও ২২ তম গ্র্যান্ড স্লাম জিতেছেন রাফায়েল নাদাল। প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারে স্ত্রী জিসকা পেরেল্লোর হাতে শিরোপা তুলে দিয়ে ফ্রেমবন্দীও হয়েছেন। এবার নাদালকে জীবনের সবচেয়ে বড় উপহার দিতে যাচ্ছেন জিসকা। প্রথমবার বাবা হতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী টেনিস নক্ষত্র। স্পেনের ম্যাগাজিন হোলা তেমনি বার্তা দিয়েছে।

কোহলিকে টপকে দুইয়ে ইমাম

মাঠে নামলেই ফিফটি। টানা সাত ম্যাচ ধরেই করে যাচ্ছেন। তার প্রতিফলন পড়েছে র‌্যাঙ্কিংয়েও। আইসিসি ওয়ানডে ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এ পাকিস্তানি ওপেনার। টপকে গিয়েছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ছেড়েছে পাকিস্তান। সে জয়ে দারুণ অবদান ছিল ইমামের। প্রতিটি ম্যাচেই করেছেন ফিফটি। ৮১৫ রেটিং পয়েন্ট তার। ৮৯২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন অধিনায়ক বাবর আজম। তিনে নেমে যাওয়া কোহলির রেটিং পয়েন্ট ৮১১।